নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় যুবকের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে মো. জিহাদ উদ্দিন (২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) হাতিয়া পৌরসভার কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে আরেকজনের হয়ে পরীক্ষা দেওয়ার সময় আটক হন তিনি। পরে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের উপস্থিতিতে বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম।

বিজ্ঞাপন

জিহাদ হাতিয়া উপজেলার সোনাদিয়া গ্রামের হাবীব উল্যাহ বাহারের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম জানান, ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় জিহাদ উদ্দিন নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। করা হয়েছে।

বিজ্ঞাপন