বর্ণাঢ্য আয়োজনে মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, ছবি: সংগৃহীত

মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় বর্ণাঢ্য আয়োজনে মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ভবনের উদ্বোধন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৮ কোটি ৪৬ লাখ টাকা। এতে স্থাপিত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) ১০টি শয্যা রাখা হয়েছে। এতো শয্যার আইসিইউ কক্সবাজার জেলার কোনো হাসপাতালে নেই। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা: নাথান পোইভেসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের সার্জিকাল বিভাগের চেয়ারম্যান ডা: স্টিফেন কেলী, প্রকল্প প্রকৌশলী ডেল ডেভিস, কানাডার এক্রস বডার্স এর চেয়ারম্যান মিন বউমা, গ্লোবাইল নেইবারস্ ইউএসএ এর চেয়ারম্যান পল ডেভিস, রেনেসা সী ওয়েলকাম কনষ্ট্রাকশন লি: এর স্বত্বাধিকারী বদরুল হাসান মিল্কি, অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক খোরশেদুল আলম, মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের ইন্টারিম এডমিনিস্ট্রেটর সুসান এজ প্রমুখ।

আলোচনা সভার ফাঁকে গান এবং ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পরে অতিথিরা কেক ও ফিতা কেটে নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন করেন।