সাভারে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, ছবি: বার্তা২৪.কম

স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, ছবি: বার্তা২৪.কম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিজ্ঞাপন

এসময় প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস রোধে সরকার শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে চাউলসহ নগদ টাকা বিতরণ শুরু হয়েছে। বাংলার কোনো মানুষ না খেয়ে থাকবে না। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে দায়িত্ব নিতে হবে। এসময় করোনা রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

 স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন
সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

পরে করোনাভাইরাস রোধে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে।