খাদ্যসামগ্রী ও সুরক্ষা পোশাক দিলেন কুষ্টিয়ার ডিসি
করোনাভাইরাস মোকাবিলায় দিনমজুরদের মাঝে খাদ্য সহায়তা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শতাধিক দিনমজুরকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ১০০টি পিপিই ও ৫০টি জীবাণু মুক্তকরণ সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকারের হাতে এসব তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুসাব্বিরুল ইসরাম জানান, যে সব খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন তাদেরকে জেলা প্রশাসনের স্থানীয় উদ্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দসমূহও সকল উপজেলায় বিভাজন করে দেওয়া হয়েছে এবং সেগুলো বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।