শেয়ারবাজারে সূচক নিম্নমুখী
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ অক্টোবর) সূচক কমে চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ৭৭ পয়েন্ট।
এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি ৭৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬৬ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৭ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক গত কার্যদিবসের স্থানে ফিরে আছে। অর্থাৎ সূচক বাড়েওনি-কমেওনি। এরপর সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১১ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৩ পয়েন্ট কমে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে যায়। বেলা সাড়ে ১১টায় সূচক ৬৫ পয়েন্ট কমে যায় এবং বেলা ১২টায় সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭২৪ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১২০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তীত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণ ফোন, প্রিমিয়ার ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, মারিকো, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ৭৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭২৭ পয়েন্টে,সিএসই-৩০ সূচক ৯৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৫৫ পয়েন্টে অবস্থান করে।
এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, জাহিন টেক্সটাইল, অ্যাপেক্স ফুড, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, এসপি সিরামিকস, এসএ পোর্ট অ্যালায়েন্স, ইস্টার্ন ব্যাংক এবং এমআই সিমেন্ট।