বোনাস শেয়ার লভ্যাংশ দিচ্ছে ইন্ট্রাকো রিফুয়েলিং

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইন্ট্রাকো রিফুয়েলিং, ছবি: সংগৃহীত

ইন্ট্রাকো রিফুয়েলিং, ছবি: সংগৃহীত

শেয়ারহোল্ডারদের জন্য চলতি বছর ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। এর আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।

রোববার (২৭ অক্টোবর) পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানির পর্ষদ ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

কোম্পানির সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ১৬ টাকা। ৩০ জুন ২০১৯ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ দশমিক ৯১ টাকা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে কোম্পানিটি। আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির এই এজিএম অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণের শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৮ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।

বিজ্ঞাপন