আইপিও রিভিউ টিম গঠন করল ডিএসই
প্রাথমিক গণপ্রস্তাবের(আইপিও)মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছ ও ভালো কোম্পানি আনতে ছয় সদস্য রিভিউ টিম গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমের অন্য সদস্যরা হলেন- ডিএসইর পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী।কমিটির সদস্য সচিব করা হয়েছে লিস্টিং বিভাগের প্রধানকে।
সোমবার (২৮ অক্টোবর) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই টিম গঠন করা হয়েছে। প্রসপেক্টাস রিভিউ করার জন্য বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান ও আর্থিক বিশ্লেষক এমন ১০-১৫ জনকে নিয়ে একটি টিম গঠন করা হবে। যাদের মধ্য থেকে প্রত্যেকটি আইপিও’র প্রসপেক্টাস যাছাই করার জন্য রিভিউ কমিটির সঙ্গে ২-৩ জনকে যুক্ত করা হবে। অর্থাৎ রিভিউ কমিটির ৫ জন ও ১০-১৫ জনের টিম থেকে ২-৩জন নিয়ে একটি গঠিত ৭-৮ জনের টিম প্রসপেক্টাস যাছাই-বাছাই করবেন।
ডিএসইর পরিচালক মিনহাজ ইমন বলেন, ডিসক্লোজারস ভিত্তিতে আইপিও’র ক্ষেত্রে অনেক ফাকঁফোকড় থেকে যায়।এই সুযোগে কিছু দূর্বল কোম্পানি পুঁজিবাজারে চলে আসছে।এই রাস্তা বন্ধ করতেই রিভিউ কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির সক্রিয়তায় অস্বচ্ছ কোম্পানির পুঁজিবাজারে আসার পথ বন্ধ হয়ে যাবে।
রকিবুর রহমান বলেন, প্রসপেক্টাস রিভিউয়ের ক্ষেত্রে প্রয়োজনে টিম স্বশরীরে কোম্পানি পরিদর্শন করবে।যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে করা হবে। তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন রিভিউ কমিটি গঠন করতে উৎসাহিত করেছেন।তিনি টিমকে পরিদর্শনের জন্য ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়ার বিষয়ে কথা দিয়েছেন।