শেয়ারবাজারে সূচকের ওঠানামায় চলছে লেনদেন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সূচকের ওঠানামা প্রবণতায় চলছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স কমেছে ১৭ পয়েন্ট।

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪২ কোটি ১৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৭ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৯ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১১টায় সূচক ১৬ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচক নেতিবাচক হয়ে যায়। বেলা ১২টায় সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৬৭৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬২২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭০ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তীত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, নর্দান ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, স্ট্যাইল ক্রাফটস, ওয়াটা মিমিকেল, ফার্মা এইড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং স্ট্যান্ডার্ড সিরামিকস।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ৬৬৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৫৩ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- জাহিন টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, প্রিমিয়ার লিজিং, এসইএমএল এলইসিএমএফ, এসইএমএল এলইসিজিএফ, ইয়ার্ন পলিমার, আরএন স্পিনিং এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।