প্রধান সূচক সামান্য বেড়ে চলছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ নভেম্বর) সূচক সামান্য বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২ পয়েন্ট।
এছাড়া একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০২ কোটি ৮৮ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ৩৫ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। সকাল ১০টা ৪০ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫০ মিনিটে সূচক ২২ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ৫৫ মিনিটে সূচক ২১ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ২৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে এবং দুপুর ১২টায় সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৮৪ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬২৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক প্রায় এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫ পয়েন্টে।
এদিন দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ারের দাম।
দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, ব্র্যাক ব্যাংক, সোনারবাংলা ইনস্যুরেন্স, ভিএফএসটিডিএল, স্ট্যান্ডার্ড সিরামিকস, স্কয়ার ফার্মা, ফরচুন সু, স্টাইল ক্রাফটস, সিয়াম টেক্সটাইল এবং ইস্টার্ন লুব্রিকেন্ট।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৪৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করে।
মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ইটিএল, মোজাফফর হোসেন স্পিনিং মিল, ওয়াটা কেমিক্যাল, বিচ হ্যাচারি, জিএসপি ফাইন্যান্স, সমতা দেলার, আরামিট সিমেন্ট, সিলকো ফার্মা, কপারটেক এবং গোল্ডেন সন।