ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮ কোটি টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ নভেম্বর) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে লেনদেন প্রায় ৩৮ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসের হয়েছিল ২৬৯ কোটি ৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৮ কোটি টাকা। এছাড়াও এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট।

বিজ্ঞাপন

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। ১০টা ৪০ মিনিটে সূচক ১৭ পয়েন্ট বাড়ে। ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ২৪ পয়েন্ট বাড়ে। ১০টা ৫০ মিনিটে সূচক ২২ পয়েন্ট বাড়ে। ১০টা ৫৫ মিনিটে সূচক ২১ পয়েন্ট বাড়ে। ১১টায় সূচক ২৩ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা সাড়ে ১১টায় সূচক ১৩ পয়েন্ট বাড়ে এবং বেলা ১২টায় সূচক ৬ পয়েন্ট বাড়ে। ১টায় সূচক বাড়ে ১৮ পয়েন্ট, ২টায় সূচক ৩০ পয়েন্ট বাড়ে এবং দুপুর আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৩৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ভিএফএসটিডিএল, সোনারবাংলা ইনস্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, সিলভা কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিকস, কপারটেক এবং ফরচুন সু।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বিডি ওয়েল্ডিং, ইটিএল, সমতা লেদার, মোজাফফর হোসেন স্পিনিং মিল, কাশেম ড্রাইসেল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, আইএফআইএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড, সিলকো ফার্মা এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।