ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি টাকা। এছাড়া ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ৯ পয়েন্ট। গত কার্যদিবসে বেড়েছিল ১৭ পয়েন্ট।
এছাড়া এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে হয়েছিল ৩৬৭ কোটি ৯ লাখ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১১ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১৭ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ২৪ পয়েন্ট বাড়ে। এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১১টায় সূচক ১৭ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ৮ পয়েন্ট বাড়ে, বেলা ১২টায় সূচক ৪ পয়েন্ট বাড়ে। বেলা ১টায় সূচক বাড়ে মাত্র ৩ পয়েন্ট, বেলা ২টায় সূচক ৭ পয়েন্ট বাড়ে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০ পয়েন্টে।
লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।
সোমবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, সোনারবাংলা ইনস্যুরেন্স, জেনেক্সিল, উত্তরা ব্যাংক, ফরচুন সু, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, বঙ্গজ, সৃহৃদ ইন্ডাস্ট্রিজ এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স।
সিএসই
অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে। সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৮৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২০ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এদিন দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড মিল, সোনারবাংলা ইনস্যুরেন্স, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, ইমাম বাটন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মা।