ডিএসইতে সূচক বাড়ছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়ে চলছে লেনদেন।

রোববার (২৪ নভেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট। এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৯৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৬ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক ১৫ পয়েন্ট বাড়ে। বেলা সাড়ে ১১টায় সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায় এবং বেলা ১২টায় সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭১৪ পয়েন্টে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৪৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৫২ লাখ টাকা।

একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তীত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে—ভিএফএসটিডিএল, বিকন ফার্মা, কপারটেক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, এশিয়া ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস এবং ওয়াটা কেমিকেল।

সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৮৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো—ইসলামী ফাইন্যান্স, ইয়ার্ন পলিমার, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিথুন নিটিং, আরামিট সিমেন্ট, ন্যাশনাল ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি, ফারইস্ট ফাইন্যান্স, কুইন সাউথ এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ।