ডিএসই’র ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসই কার্যালয়

ডিএসই কার্যালয়

ট্রেকহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ। ডিএসইর ৯৪০তম বোর্ড সভায় ২০১৮-১৯ অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।

ডিএসইর পরিচালক রকিবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইর শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৫৪ টাকা। টাকার অংকে নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা। এর বিপরীতে পর্ষদ ৫ শতাংশ বা শেয়ার প্রতি ৫০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মোট ৯০ কোটি ১৯ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হবে। বাকি ৭ কোটি ২৯ লাখ টাকা রিজার্ভে যোগ হবে।

বিজ্ঞাপন

আলোচ্য বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

এর আগের অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইর শেয়ার প্রতি আয় ছিল দশমকি ৫৮ টাকা। টাকার অংকে নিট মুনাফা দাঁড়ায় ১০৪ কোটি ৪৯ লাখ টাকা। এর বিপরীতে পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে মোট ৯০ কোটি ১৯ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়। বাকি ১৪ কোটি ৩০ লাখ টাকা রিজার্ভে যোগ হয়।

বিজ্ঞাপন