ডিএসই নির্বাচনের দিন পুঁজিবাজারে উত্থান

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ডিসেম্বর মাস জুড়ে দরপতনের মধ্যে দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকে উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে পয়েন্ট।

বিজ্ঞাপন

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন একটু কমেছে। এদিন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচন ছিলো। ফলে নির্বাচনের দিন যাতে বাজার ভালো থাকে ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ সেই চেষ্টা করেছে। তাতে দিন শেষে ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ডিএসইর নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান।

ডিএসইর তথ্য মতে, রোববার (২৯ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৩পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১২ পয়েন্টে এবং শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

সিএসইতে প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৮৫টির, অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে ২০কোটি ১০ লাখ ৭১ হাজার ৪৬১ টাকা।