চট্টগ্রামে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির পরীক্ষায় এবার পাসের হার গত বছরের চেয়ে কমলেও বেড়েছে জিপিএ-৫। এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ। অপরদিকে গত বছর জিপিএ-৫ সংখ্যা ছিল এক হাজার ৬১৩। এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৮৬০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা তিন হাজার ৪১২ এবং ছাত্র সংখ্যা এক হাজার ৪৪৮ জন। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০৩ কেন্দ্রের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৭৯৬ জন।

সংবাদ সম্মেলনে মাহবুব রহমান বলেন, 'ইংরেজি ও আইসিটি কোর্সে পরীক্ষার্থীরা ভালো করায় সামগ্রিকভাবে ফলাফল ভালো হয়েছে।' তবে পাসের বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন:  

পাসের হারে এগিয়ে মেয়েরা

এইচএসসিতে পাসের হার ৭৩.৯৩%