মধ্যরাতে জাবি ছাত্রীদের আন্দোলন

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হলের আসন সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।

সোমবার দিবাগত রাতে আসন সমস্যা সমাধানের দাবিতে হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে রাত সাড়ে ৯টার দিকে হলের আসন ও ক্যান্টিন সমস্যা সমাধানসহ হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা ৭ দফা দাবি জানায়।

বিজ্ঞাপন

দাবিগুলো হলো- হলে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের জন্য হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরদেরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, শিক্ষার্থীদের হলের কোন সিট বাতিল করা যাবে না এবং রুমে অতিরিক্ত সিট দেয়া যাবে না, কোন তলায় কিচেন বন্ধ হবে না এবং কিচেনে কোন ছাত্রী থাকবে না, হলে কোন উপস্থিতি সিস্টেম চালু করা যাবে না, ডাইনিং চালু করতে হবে ছাত্রীদের কথা অনুযায়ী, ডাইনিংয়ের সামগ্রিক কাজ পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা। ক্যান্টিন মালিক ১৫ দিনের মধ্যে পরিবর্তন করতে হবে এবং ৪৭তম আবর্তনকে অতিসত্বর সিটের ব্যবস্থা করে দিতে হবে।

পরবর্তীতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান লিখিত আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

বিজ্ঞাপন

পরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবারো আসনের দাবিতে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা ‘সহপাঠীরা রুমে রুমে, আমরা কেন গণরুমে’, ‘প্রভোস্ট ঘুমায়, আমাদের ঘুম নাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

এসময় প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ অন্যান্য শিক্ষকরা এসে ছাত্রীদের বারবার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এ বিষয়ে আন্দোলনরত ছাত্রী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা দীর্ঘ ১৮ মাস ধরে গণরুমে থাকছি। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন বারবার আশ্বাস দেওয়ার পরও কোন সমাধান করতে পারেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন আশ্বাসে আর বিশ্বাস করতে চাই না।’