জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় পরে জানানো হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ আগে করোনাভাইরাস রোধে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। বাংলাদেশে এ পর্যন্ত আটজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬৯৪৮৪, মৃতের সংখ্যা ৬৫১৭ এবং সুস্থ হয়েছেন ৬৭০০৩ জন।

বিজ্ঞাপন