চট্টগ্রামে করোনা শনাক্ত ৩১

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে করোনা শনাক্ত ৩১

চট্টগ্রামে করোনা শনাক্ত ৩১

 

করোনায় চট্টগ্রামে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩১ জন। গত ২৪ ঘণ্টায় ২৬৮ জনের নমুনায় পরীক্ষায় ৩১ জন সংক্রমণ হয়। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৫৬ শতাংশ।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিন চট্টগ্রামের নয়টি এসব ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে ৬১ টি নমুনা পরীক্ষা করে ৮ টি পজিটিভ পাওয়া যায়, চমেক হাসপাতাল ল্যাবে ২৪ নমুনায় ৩ জন, শেভরন ল্যাবে ৩১ টি নমুনায় ৩ জন ও ইমপেরিয়ালে ৪৮ টি নমুনায় ৯ চি পরীক্ষা পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৩০ জন। উপজেলায় শুরুমাত্র কর্ণফুলীতে রোগী শনাক্ত হয় ১ জন।

সিভিল সার্জন ইলিয়াছ হোসেন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম শনাক্তের হার বাড়ছে। এনিয়ে চট্টগ্রামের করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬২ জনে। এবং শনাক্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন।