পশ্চিমা দোসরদের কাছে মাথা নত করবে না বাংলাদেশ: মেনন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি-জামায়াত ও আমেরিকারসহ পশ্চিমা শক্তির ষড়যন্ত্র সফল হবে না। সকল অপপ্রচার ও বিভ্রান্তি ডিঙিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচনী উৎসবে মেতেছে। আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে তারা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উজিরপুরের বরাকোঠা ইউনিয়নের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ খান মেনন বলেন, বর্তমান সরকারের গত তিন আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তরুণ ভোটারদের উদ্দেশ্য মেনন বলেন, ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উত্তরণ হওয়ার জন্য ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট ও সমর্থন আশা করেন মেনন।

বিজ্ঞাপন

এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রাশেদ খান মেননকে নির্বাচিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইকে এগিয়ে নিতে হবে। মেননের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তালুকদার ইউনুস বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের সামনে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না।