চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম বন্দর থানার নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত প্রধান শিক্ষকের কার্যালয়ে আগুন লাগে। পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কর্মকর্তা কফিল উদ্দিন।

তিনি বলেন, আজ ভোর ৫টার দিকে নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর বলা যাবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদারকে ফোন করলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।