গাজীপুরে অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে প্রথমদিকে গাজীপুরের অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায়নি। বেশির ভাগ কেন্দ্রের বাইরে ফাঁকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী, কোনাবাড়ী, শ্রীপুর উপজেলা ও কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন একটা নেই। তবে ভোট কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আতঙ্কে ভোট কেন্দ্রে আসছেন না অনেকেই।

অন্যদিকে ভোটার উপস্থিতি বাড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে বিজিবির স্ট্রাইকিং ফোর্স। তবুও ভোটারদের সংশয় যেন কাটছেই না।

বিজ্ঞাপন