‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’



বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাহাবুব এক স্বাধীনচেতা যুবক। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটি শুধুমাত্র নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে সফলতা অর্জন করতে চায়। সবাই যখন চাকরির পেছনে ছুটছে, মাহাবুব তখন ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেয়। যার ফলে সমাজ ও কাছের মানুষের সঙ্গে দুরত্ব তৈরি হয়।

তবুও নিজের কাজের প্রতি সম্মান ও একাগ্রতা নিয়ে সে এগিয়ে যায়। এমনই এক গল্প নিয়ে রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’।

উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্য করেছেন লেখক নিজে। পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ্। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে তিশা বলেন, ‘এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্য নির্ভর।’

‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৬ টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি দেখা যাবে http://bit.ly/dhrubatv এই ঠিকানায়।

   

ক্ষোভ নয়, মানুষের তীর্ষক প্রশ্নের উত্তর আমাকেই দিতে হয়: ফাহমিদা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
ফাহমিদা নবী / ছবি : আজাদ আবুল কালাম

ফাহমিদা নবী / ছবি : আজাদ আবুল কালাম

  • Font increase
  • Font Decrease

দেশের অন্যতম সংগীতশিল্পী ফাহমিদা নবী বরাবরই গভীর কথা ও মেলোডিয়াস সুরের গান গেয়ে আসছেন। শ্রোতাদের রুচির দোহাই দিয়ে কেউ তাকে হালকা কথা ও দুর্বল সুরের গান করতে বলে তিনি কখনোই তাতে রাজী হননি। এবার এই প্রসঙ্গে ধরেই ফাহমিদা নবীর এক ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। গত ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।

বিষয়টি নিয়ে ফাহমিদা বার্তা২৪.কমকে বলেন, ‘কেউ ভাববেন না যে লেখাটি আমার ব্যক্তিগত ক্যারিয়ার কিংবা কোন ক্ষোভ থেকে লেখা! নির্দিষ্ট কোন শিল্পী বা কোন গান নিয়েও লিখিনি। আমি লিখেছি আমাদের সামগ্রিক মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে। বিশ্ব সঙ্গীত দিবসে আমার মনে হলো- কি দিতে পারি শ্রোতাদের। আমার তো কোন ব্যক্তিগত অর্জন নেই, তারপরও আমি শিল্পী মাহমুদুন্নবীর সন্তান। গানকে আঁকড়ে ধরে আছি অনেক বছর। তাই কোথাও গেলে আমাকে নানা  তীর্ষক প্রশ্নের মুখে পড়তেই হয়। সবাই যখন জিজ্ঞেস করেন, আপনাদের মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা এমন কেন? ভালো গান কেন হয় না? তখন কিন্তু উত্তরটা আমাকেই দিতে হয়। সেই কষ্ট ও সামগ্রিক উপলব্ধি থেকেই লেখাটি লিখেছি।’

ফাহমিদা নবী / ছবি : আজাদ আবুল কালাম

ফাহমিদা নবী তার সেই পোস্টে লিখেছেন, ‘তবে কি সঙ্গীত দিবস ব্যর্থ! আমাদের অস্থির মানসিকতার করাঘাতে? ভাবলাম বর্তমানে অনেক সিনেমা তৈরী হচ্ছে, কিছু সো কল্ড ভিউ গানের পাশাপাশি শোনার মতো গানও তৈরী হবে বোধ হয়। তা আসলে হবার নয়। রুচিহীনতা একটি বিশাল কারন ভালো গান না তৈরী হবার ক্ষেত্রে। ভালো গানের জন্য অস্থিরতার দৌঁড় নয়, ভালোবাসা দরকার, সেটাই তো নাই! তবে বলে রাখি, রুচিহীন গান বেশিদিন ধোপে টেকে না। দেখছি সেই ছোটবেলা থেকে। শ্রোতারা এতো গাঁধা না। যারা গান শোনে তারা ভালো মেলোডিয়াস গানই খোঁজে, মনেও রাখে। শ্রোতাকে দোষী করে কোন লাভ হবে না। যারা মেধার অপচয় করছে, তারাই বড় বিপদে পড়বে। রুচির হাহাকারে, প্রতিযোগীতাটা মারপিট সিনেমা সিনের মতো হয়ে গ্যাছে। কিন্তু সত্যিকার প্রতিযোগীতায় মেধার অ্যাকশন দরকার। সেটাই নাই! কেও সহজ করে হাসে না, প্রয়োজনে হাসে বলেই এই দুর্ভিক্ষ!’

সম্প্রতি দেশ টিভির ঈদের অনুষ্ঠানে গেয়েছেন ফাহমিদা ও নকিব খান

ফাহমিদা আরও লিখেছেন, ‘বর্তমানে সমাজে তো কোন সংস্কৃতি চর্চা, ভালোবাসা, সম্মান কিচ্ছু নাই। আছে উন্মদনা, অস্থিরতা আর কে কাকে পিছনে ফেলে দৌঁড় দিবে সেই স্বার্থপর চিন্তা! কোন সরল হাসি নাই। কর্পোরেট সিন্ডিকেট চর্চা যেখানে প্রবল, সেখানে আর যাই হোক সঙ্গীত হবে না। সঙ্গীতের ধারা শান্ত এবং রাজকীয়, তা সাজানোর জন্য ধীরতা দরকার। উটকো কথা আর সুরের চটপটিতে গান এখন পালিয়ে বাচঁতে চায়! সঙ্গীত সবার জন্য না। ইদানিং বিষয়টা আরো বুঝতে পারছি। কারণ যাহা মনে লয় উন্মাদনা ইন্ডাস্টিকে দিন দিন অশিক্ষিত করে তুলেছে। একটা দেশের রুচিশীলতা কোথায় গিয়ে ঠেকেছে? রুচির দুর্ভিক্ষে সত্যিই আমরা তলিয়ে গেছি, আফসোস! কিছু মানুষ হয়তো এখনো পরিশোধিত ফিল্টারে নিজেকে নিরব সাধনায় রাখছে। তারাই আশা, আশা ছাড়া অভিমান কি বাঁচে? অভিমান জরুরী, তা না হলে জ্ঞান আর অশিক্ষার মাঝে পার্থক্য বোঝা যাবে কি করে?’

ফাহমিদা নবী / ছবি : আজাদ আবুল কালাম

তাই এই স্ট্যাটাসে অনেকেই একমত পোষন করেছেন। ফাহমিদা নবী বার্তা২৪.কমকে আরও বলেন, ‘আমার বিশ্বাস গানের জগতের এই অস্থিরতা একদিন থেমে যাবে। এরমধ্যে যে গানগুলো ভালো হবে সেগুলোই বেঁচে থাকবে।’

বর্তমানের সিনেমার গান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমার মানুষরা যেমন একে অপরকে টেনে নিচে নামানোর প্রতিযোগীতায় মেতেছে, তেমনি তাদের গানগুলোও যেন অস্থির। কিন্তু সিনেমার গান কিন্তু এমন হওয়া উচিত নয়। সিনেমার প্রয়োজনে নানা ধরনের গান থাকবে, মেলোডিয়াস গান সিনেমার প্রাণ। একটি চটুল কথার গান থাকতেই পারে, কিন্তু সব গান এমন হলে মুশকিল। হয়তো অল্প দিনের জন্য দর্শক শ্রোতারা গানটি নিয়ে মাতামাতি করবে কিন্তু কিছুদিন পর তা আর মনেই আসবে না। সেটি কিন্তু সিনেমার জন্য ভালো কিছু নয়। একটি ভালো গান একটি সিনেমাকেও বহু বছর বাঁচিয়ে রাখে। সে প্রমাণ তো আমরা পুরনো দিনের সিনেমার গানের মাধ্যমে এখনো পাচ্ছি। তাই সবাইকে স্থির হয়ে সময় নিয়ে যত্ন সহকারে গান করার অনুরোধ করছি।’

ফাহমিদা নবী / ছবি : আজাদ আবুল কালাম

এদিকে, ফাহমিদা নবী তার পরবর্তী আমেরিকা ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসের শুরুর দিকেই তিনি সেখানকার ডেনভার কলরাডোতে চিকিৎসকদের আয়োজনে একটি কনসার্টে গাইবেন।

;

অর্জুনের জন্মদিনের পর মালাইকার ইঙ্গিতপূর্ণ পোস্ট!



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর

মালাইকা আরোরা ও অর্জুন কাপুর

  • Font increase
  • Font Decrease

২০১৮ সাল থেকে প্রেম করছেন মালাইকা আরোরা আর অর্জুন কাপুর। বয়সের পার্থক্যের জন্য সমালোচনার শিকার হয়েছেন বহুবার। কিন্তু সেসবে কখনোই কান দেননি তারা।

পাঁচ বছর সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা ও অর্জুন কাপুর- সম্প্রতি এমন গুঞ্জন ওঠে বলিউডপাড়ায়। এ নিয়ে তারা এখনও মুখ খোলেননি। তবে মালাইকার ম্যানেজার সম্পর্ক ভাঙার খবর অস্বীকার করেছেন। এবার অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি সম্পর্ক ভাঙার গুঞ্জনের পালে নতুন হাওয়া দিলো।

অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

গতকাল মঙ্গলবার মধ্যরাতে জুহুর বাড়িতেই বসে অর্জুনের জন্মদিন উদ্যাপনের আসর। পরিবারের সদস্য ছাড়াও বি-টাউনের বেশ ক’জন তারকা উপস্থিত ছিলেন সেখানে। যে মালাইকা প্রতিবার হাজির হতেন সবার আগে, তাকে এবার দেখাই গেল না। অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতিই যেন বিচ্ছেদের খবর নিশ্চিত করলো!

মালাইকা অর্জুনের জন্মদিনের পার্টিতে না গেলেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন আজ। তাতে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘চোখ বন্ধ করে এবং পেছনে ফিরেও যে মানুষদের আমি বিশ্বাস করতে পারি আমি তাদেরকেই পছন্দ করি।’

মালাইকা এই পোস্টে যে অর্জুনের প্রতি অবিশ্বাসের কথা ইঙ্গিত করেছেন তা বুঝতে আর বাকী নেই নেটিজেনদের।

অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

যদিও গত মাসে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পরে জানা যায়, সম্পর্ক ভাঙলেও নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবেন। কিন্তু এদিন মালাইকার অনুপস্থিতি দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছেন, সত্যিই কি দু’জনের মধ্যে আর বন্ধুত্বটুকুও বজায় রয়েছে?

মালাইকা ও অর্জুনের এক ঘনিষ্ঠ সূত্র বলেছিলেন, ‘ওদের মধ্যে ভালোবাসার ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা স্থায়ী হল না। কিন্তু তার মানে এই নয় যে, ওদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়েছে। ওরা সব সময়ে পরস্পরকে শ্রদ্ধা করেছেন এবং সব সময়ে পাশে থেকেছেন। ওরা সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিকেই সব সময়ে অগ্রাধিকার দিয়েছেন।’

 মালাইকা আরোরা ও অর্জুন কাপুর

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, মোহিত মারওয়া, সঞ্জয় কাপুর, বরুণ ধওয়ান, নাতাশা দলাল, আদিত্য রায় কাপুরসহ আরও অনেকে।

;

‘তুফান’-এর প্যান ইন্ডিয়া যাত্রা, হিন্দি ডাবিং শেষ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
শাকিব খান, ছবি : ফেসবুক

শাকিব খান, ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

দেশের দর্শক মেতেছে ‘তুফান’-এ। ঈদুল আযহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি ভালো ব্যবসা করছে। টিকিট সঙ্কটে পড়েছে দর্শক! শুধু বানিজ্য সফল বললে ভুল হবে, এই সিনেমার মাধ্যমে শাকিব খানের অভিনয়ের আলাদা প্রশংসা শোনা যাচ্ছে। চঞ্চল চৌধুরী থেকে আরিফিন শুভ, প্রত্যেকে শাকিব খানকে ‘তুফান’ ছবিতে দেখে বলেছেন তিনি একজন দক্ষ অভিনেতা।

এর আগে তার অভিনয় নিয়ে এতো প্রশংসা শোনা যায়নি। এই কৃতিত্বের দাবিদার যেমন শাকিব খান নিজে, তেমনি নির্মাতা রাফীও। তিনি শাকিব খানের বহুদিনের গড়ে তোলা ইমেজের বাইরে কিছু করানোর চেষ্টা করেছেন।

‘তুফান’-এ পাল্লা দিয়ে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও শাকিব খান

‘তুফান’-এর বাকী শিল্পীদের অভিনয়ও সবার মন ছুঁয়েছে। চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত- প্রত্যেকে অভিনয়ের জন্য আলাদা করে প্রশংসা পাচ্ছেন।

মুক্তির বেশকিছু দিন পর গত সোমবার শোবিজ তারকা, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ ও সাংবাদিকদের জন্য ‘তুফান’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।

সেখানেই শাকিব খান তার ছোট্ট বক্তব্যে এই ছবি নিয়ে একাধিক তথ্য দেন। তিনি ‘তুফান’-এর সাফল্যের জন্য সর্বপ্রথম দেশের দর্শকদের ধন্যবাদ জানান। এরপর বলেন, দেশের দর্শক মাতিয়ে তুফান এবার প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে।

তুফান ছবিতে শাকিব খান ও মিমি চক্রবর্তী

ছবিটির ভারতীয় প্রযোজক এসভিএফ-এর কণর্ধার মহেন্দ্র সোনিও সেখানে উপস্থিত ছিলেন। তাকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘আমাদের প্যান ইন্ডিয়ান রিলিজের কতোদূর? হিন্দি ডাবিং শেষ তো?’

তখন মহেন্দ্র সোনি বলেন, ‘হ্যাঁ শেষ। হিন্দি গানটা এখন দেখিয়ে দেই?’ তখন শাকিব খান বলেন, ‘না থাক, ওটা ভারতের দর্শকের জন্যই তোলা থাক।’

এ সময় শাকিব খান তার সিনেমার সাফল্যে আপ্লুত হয়ে বলেন, প্রথমবারের মতো আমি ঘোষণা করছি যে আমার পারিশ্রমিক হবে ২৫ কোটি। সিনেমা ১০০ কোটি আয় করলে ২৫ কোটি আর ২০০ কোটি আয় করলে ৫০ কোটি!

স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত সবাই ছবিটির মন খোলা প্রশংসা করেন

;

সব কাজ সম্পন্ন, মুক্তির অপেক্ষায় ‘ডেডপুল এন্ড উলভারিন’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
কাজ শেষ করেছেন  রায়ান রেনল্ডস এবং শন লেভাই

কাজ শেষ করেছেন রায়ান রেনল্ডস এবং শন লেভাই

  • Font increase
  • Font Decrease

নানা কারণেই ডেডপুল সিনেমার ৩য় কিস্তি অনেক স্পেশাল একটি সিনেমা হতে চলেছে। ২০২৪ সালে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের প্রকাশিত একমাত্র সিনেমা ‘ডেডপুল এন্ড উলভারিন।’ তাই সিনেমাটি নিয়ে ভক্তদের অধীর আগ্রহ। শুধু তাই নয়! সিনেমাটির গল্প নিয়ে সংশ্লিষ্টদের আত্মবিশ্বাস আরও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। সিনেমাটি প্রকাশ পেতে বেশি দেই নেই। এরই মধ্যে খবর এলো, প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত ‘ডেডপুল এন্ড উলভারিন।’

রায়ান রেনল্ডস এবং পরিচালক শন লেভাই পাশাপাশি বসে আছেন- এমন একটি ছবি প্রকাশ করেছেন রায়ান। তিনি ক্যপশনে লেখেন,‘ব্যাস এইটুকুই সে(লেখিকা) পোস্ট প্রোডাকশনের জন্য লিখেছিলেন। মনে হচ্ছে হাজার বছরের কাজ চোখের পলকে করে ফেললাম। এই ব্যক্তির (শন) পাশে বসে থাকা কাজের অভিজ্ঞতা আরও মধুর করেছে... এখানেই কাজ শেষ ভেবে কষ্ট হচ্ছে।’

সেই পোস্টটিই আবার শেয়ার করে শন লিখেছেন,‘কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে এটা কষ্ট দিচ্ছে। তবে, আমরা সবাই মিলে যা বানিয়েছি তা সবাইকে দেখানোর জন্য তড় সইছে না।’

উলভারিন(লোগান) চরিত্রে হিউ জ্যাকম্যান এবং ডেডপুল (ওয়েড উইলসন) চরিত্রে রায়ান রেনল্ডস

তাদের এই পোস্ট দেখে নিশ্চিত হওয়া গেল, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ সফলভাবে শেষ হয়েছে। সিনেমা হলে প্রকাশের জন্য একেবারেই প্রস্‌তুত। এই সিনেমা শুধু ডেডপুলের ফ্রাঞ্চাইজির পাগলামির অন্য মাত্রা নিয়ে আসবে, তাই নয়! মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে পুরানো সব ভুলগুলোও শোধরাবে এমনটাই আশা করা যাচ্ছে।

সিনেমাটির ট্রেইলার দেখেই ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে গেছে। সুপারহিরোদের বিভিন্ন দুনিয়ার মধ্যে প্যাচ কার জন্য আর কিভাবে লাগতে চলেছে, উলভারিনের সঙ্গে কিভাবে জোট বাঁধলো ডেডপুল আর কিভাবেই বা প্রোফেসর এক্সের বোন ক্যাসেন্ড্রা নোভার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা- এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ঠিক ১ মাস, জুলাইয়ের ২৬ তারিখ অবধি।

;