পরীমনির কোলজুড়ে রাজ্য



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
পরীমনির রাজপুত্র

পরীমনির রাজপুত্র

  • Font increase
  • Font Decrease

ছেলে সন্তানের মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্র নায়ক শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে পরীমনি-শরিফুল রাজের কোল আলোকিত করে ছেলে সন্তানের জন্ম হয়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্তানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরীমনি। পরীমনি তার ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি।

   

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ঘরে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ঘরে

হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ঘরে

  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁওয়ে হেলিকপ্টার করে বউ নিয়ে এসে মা-বাবার স্বপ্ন পূরণ করলেন ছেলে স্বপ্ন সামিউল্লাহ। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নববধুকে নিয়ে হেলিকপ্টার যোগে আসেন তিনি৷ 

স্বপ্ন সামিউল্লাহ পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার৷ উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। স্বপ্ন সামিউল্লাহ সিঙ্গাপুরে থাকা অবস্থায় ভিডিও কলে সামাজিক নীতি মেনে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে সদ্য ফাইনাল পরীক্ষা শেষ করা মুমতারিন নাজনীন সুইটির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 

দেশে এসে বাবা মায়ের সেই শখ পূরণে প্রতি ঘন্টায় ৮০ হাজার টাকা ভাড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রথমে ঢাকা থেকে পাবনা শশুরবাড়ী সেখান থেকে নিজ বাড়িতে হেলিকপ্টারে চড়ে আসেন এ নবদম্পত্তি। এ সময় আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ জড়ো হয় এ দৃশ্য দেখতে।

নববধূ মুমতারিন নাজনীন সুইটি বলেন, তার স্বামী আজ বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছে। পাশাপাশি অনেক ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতায়। গ্রামবাসী আমাদের বরণ করে নেয়াটাও অনেক উপভোগ করেছি আমরা।

স্বপ্ন সামিউল্লাহ বলেন, আমাদের চার ভাই-বোনের মধ্যে আমি তৃতীয়। ছেলে হিসেবে বাবা মায়ের শখ পূরণ করতে পারাটা অনেক আনন্দের। তাই ঘণ্টায় ৮০ হাজার টাকা হিসেবে হেলিকপ্টারটি ভাড়া করে স্ত্রীকে ঘরে এনে বাবা মায়ের শখ পূরণ করতে পেরেছি।

সামিউল্লাহর পিতা শরিফ হোসেন বলেন, আজ আমি গর্বিত বাবা। ছেলে আমার স্বপ্ন পূরণ করল। সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন।

;

সৃজিতের জন্মদিনে আদুরে শুভেচ্ছা মিথিলার!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সৃজিতের জন্মদিনে আদুরে শুভেচ্ছা মিথিলার!

সৃজিতের জন্মদিনে আদুরে শুভেচ্ছা মিথিলার!

  • Font increase
  • Font Decrease

জীবনের আরও এক বসন্ত পার করলেন সৃজিত মুখোপাধ্যায়। জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভাসছেন সৃজিত, তবে সবচেয়ে সুন্দর বার্তা নিঃসন্দেহে এসেছে মিথিলার পক্ষ থেকে। এদিন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে সৃজিতকে শুভেচ্ছা জানান মিথিলা।

ছবিতে দেখা গেল সোফার উপর বসে রয়েছেন মিথিলা, তাঁর গা ঘেঁষে বসে আছেন সৃজিত। মিথিলার ডান দিকে আইরা। ছবিতে সৃজিত-মিথিলার সুখী পরিবারের একটা ঝলক উঠে এল। পারিবারিক উদযাপনে জমজমাট সৃজিতের জন্মদিন তা স্পষ্ট। দুজনের পোশাকে রঙের। সবুজ টপ আর কালো জিনসে মিথিলা, অন্যদিকে সবুজ কটনের হাফ শার্ট আর ব্লু ডেনিমে সেজে সৃজিত। বরের জন্য মিথিলার বার্তা, ‘শুভ জন্মদিন সৃজিত’।

সৃজিতের বয়স নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি মিথিলাকে। ‘তাহসানের মতো হ্যান্ডসামের পর বুড়ো ডিরেক্টর’কে বিয়ে করেছেন এমন কথা বলা হয়েছে। কিন্তু মিথিলা আর সৃজিতের বয়সের ফারাক জানলে আপনি চমকে যাবেন। বয়স প্রসঙ্গে একবার সরাসরি স্বামীর কাছেই প্রশ্ন রেখেছিলেন মিথিলা নিজে। মিথিলা সঞ্চালিত শো ‘আমার আমি’তে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই মিথিলার কথামতো নিজের আসল বয়স ফাঁস করেন ‘কাকাবাবু’ পরিচালক। জন্মের সাল-তারিখ ঘোষণা করে সৃজিত। সঙ্গে বলেন, 'আমার পাকা দাড়ি দেখে আমার বয়স পঞ্চাশোর্ধ ভাবার কারণ নেই। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী আমার মা। ওঁনার ২৫ বছর বয়স থেকে চুল পাকতে শুরু করে। এই জিনে আমার কোনও হাত নাই'।

১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মেছিলেন সৃজিত। শনিবার ৪৬ পূর্ণ করলেন পরিচালক। আর তাঁর ‘বেটারহাফ’ মিথিলার বয়স এখন ৪০। দুজনের বয়সের ফারাক মাত্র ৬ বছরের। যদিও সৃজিতের বয়স প্রসঙ্গে মিথিলা ওই শো-তেই জানিয়েছিলেন, ‘ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয়। আমার মেয়ে আয়রার সঙ্গে যখন ওকে আমি দেখি, এটাই মনে হয়’।

প্রসঙ্গত, মিথিলা আপতত ব্যস্ত টলিউডে নিজের পরবর্তী প্রজেক্ট ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে, ওদিকে সৃজিত ব্যস্ত নিজের পুজায় রিলিজ দশম অবতার নিয়ে।

;

জাওয়ানের দাপটেও ‘অন্তর্জালের’ তিন দিনের সব টিকিট বিক্রি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাওয়ানের দাপটকে উপেক্ষা করেই সিনেপ্লেক্সগুলোতে বিক্রি হয়ে গেছে অন্তর্জালের আগামী তিন দিনের সব টিকিট। অন্যদিকে বাংলা সিনেমার ইতিহাসে দেশীয় সিনেমা অন্তর্জালের সবচেয়ে বড় স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশ বিদেশ মিলিয়ে ১৮৪টি প্রেক্ষাগৃহে এক সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অন্তর্জাল মুক্তির প্রথম শো’তে সব-টিকিট বিক্রি হয়ে গেছে দুই দিন আগেই। সিনেমাটি বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে দেয়ার কারণে শঙ্কা ছিল হয়তো অন্তর্জাল থেকে মুখ ফিরিয়ে নেবেন দর্শক। কিন্তু অন্তর্জালের রহস্যের মতোই দর্শক শেষ মুহূর্তে এসে জানিয়ে দিল সিনেমাটির জন্যই দিনের পর দিন অপেক্ষায় ছিলেন তারা।

অভিনেতা এবিএম সুমন বলেছেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ আমরা অনেকদিন এই প্রজেক্টের পেছনে লেগে ছিলাম। আমাদের শুটিং শেষের পরেও আমাদের পোস্টে অনেক কাজ ছিলো। আপনারা জানেন আমরা বেশ কয়েকবার পিছিয়েছি। আমরা বিশ্বাস করি এ সিনেমা সবার ভালো লাগবে।’

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জাল আসলে খুব এক্সক্লুসিভ ছবি। দেখলেই বুঝতে পারবেন, ছবিটা আমরা তিন বছর ধরে বানিয়েছি এমনি এমনি নয়। এ ছবিটার পেছনে আমাদের বিশাল অংকের অর্থ খরচ হয়েছে, প্রায় ছয় কোটির মতো। এ ছবির মধ্যে আমরা যে ধরনের ভিজুয়াল তৈরি করেছি, গল্প, সেট ও ক্যারেক্টার তৈরি করেছি, এটা সিনেমা হলে না দেখলে বুঝতে পারবেন না বিষয়টি নিয়ে আমরা কতটা গবেষণা করে তৈরি করেছি।’

অন্তর্জালের মুক্তির কারণে প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে জাওয়ান সিনেমার। স্টার সিনেপ্লেক্সের প্রতিদিনের শো দেয়া হয়েছে ১৪টি আর যমুনা ব্লকবাস্টারে চারটি। সব মিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে অন্তর্জালের হল সংখ্যা ৩৫টি হলেও বাংলাদেশে মুক্তির দিনেই সিনেমাটি মুক্তি দেয়া হয়েছে আমেরিকাতেও। তাই সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী প্রযোজক পরিচালক।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মনে করে যেহেতু বর্তমানের তরুণ দর্শকেরা ভিন্ন নির্মাণ আর গল্পের সিনেমা পছন্দ করে তাই তারকা বহুল অন্তর্জাল সিনেমাটি দেখতে ভিড় হবে দেশীয় প্রেক্ষাগৃহগুলোতে।

;

প্র্যাকটিস চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগের, কে কোন দলে খেলছেন



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উজ্জীবিত করতে সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) দেশের রূপালি পর্দার তারকারা লড়বেন একে অপরের বিপক্ষে। ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন শোবিজ তারকারা।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিসিএল শেষ হবে ৩০ সেপ্টেম্বর। মোট আটটি দলে ভাগ হয়ে মাঠে নামবেন শোবিজ তারকা থেকে শুরু করে কলা-কুশলীরা। প্রতি দলে থাকবেন নারী-পুরুষ সদস্য। প্রত্যেক দলের অধিনায়কত্ব করবেন একজন করে নির্মাতা। রায়হান রাফি, শিহাব শাহীন, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, সালাহউদ্দিন লাভলুর মতো দেশীয় খ্যাতনামা নির্মাতারা ৮টি দলের নেতৃত্বে থাকবেন।

সরজমিনে দেখা যায়, ১০০ ফিট সেফ টেবিলের মাঠে গিয়াসউদ্দিন সেলিমের দলে প্র্যাকটিস করছেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বাপ্পী চৌধুরী, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ আরও অনেকে। নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন আরিফিন শুভ, মিথিলা ও সাফা কবির।

চয়নিকা চৌধুরীর দলে আছেন তমা মির্জা ও পরীমণি। শরিফুল রাজ ও মেহজাবীন খেলবেন মোস্তফা কামাল রাজের দলে। আফরান নিশো ও সিয়াম আহমেদের মতো তারকাদের নিয়ে মাঠে নামবেন রায়হান রাফী। দীপঙ্কর দীপনের দলে আছেন এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান।

চিত্রনায়ক সাইমন সাদিক, তানজিন তিশা, স্পর্শিয়া ও জাহারা মিতুর মতো অভিনয়শিল্পীরাও এই লিগ খেলতে পারেন বলে জানা গেছে। লিগের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ট্রফি।

;