‘পাঠান ভার্সেস টাইগারে’ শাহরুখ-সালমানের সঙ্গে দীপিকা-ক্যাটরিনা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘পাঠান’ ছবির সুপারহিট করার পর এখন যশ রাজ স্পাই ইউনিভার্সের প্রতিটা ছবিকে এক সে বড়িয়া এক বিনোদনমূলক ছবি বানানোর সিদ্বান্ত যেন নিয়ে নিয়েছে যশ রাজ ফিল্মস। ‘টাইগার ৩’ ছবিটি নিয়ে এই বছর দীপাবলিতে আসছেন সলমন এবং ক্যাটরিনা। ইতিমধ্যেই এই ছবির শুটিং শেষ হয়েছে। এবার আলোচনায় উঠে আসছে ‘পাঠান ভার্সেস টাইগার’ ছবিটি। ইতিমধ্যেই বলিউডের দুই খানের এই ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই জানা গেল আরও এক দারুণ তথ্য। এই দুই অভিনেতার সঙ্গে তাঁদের ছবির মুখ্য মহিলা চরিত্রদেরও পাঠান ভার্সেস টাইগার ছবিতে দেখা যাবে।

‘পাঠান’ ছবি থেকে দীপিকা এবং ‘টাইগার’ ছবির ক্যাটরিনা কে দেখা যাবে ‘পাঠান ভার্সেস টাইগার’ ছবিতে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাস থেকেই এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। এই ছবিতে মহিলা চরিত্র দুটোর যে আসল চিত্র দেখা গিয়েছে আসল ছবিতে সেই রূপই তুলে ধরা হবে।

তবে ‘পাঠান ভার্সেস টাইগার’ কেন? এই ছবিতে কি পাঠান আর টাইগার মুখোমুখি হবেন? তাঁরা একে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরবেন? না। বরং তাঁরা একত্রে মিলে শত্রু নিধন করবেন।

পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালনা করবেন। তবে এই ছবি কবে মুক্তি পাবে জানা যায়নি। কিন্তু পরিচালক জানিয়েছেন, 'এই দুই তারকা একে অন্যকে ভীষণ ভালোবাসেন। কাজ করতে গিয়ে একে অন্যকে যথেষ্ঠ স্পেস দেন। ওদের সঙ্গে কাজ করার মজাই আলাদা।'

প্রসঙ্গত পাঠান ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা গিয়েছিল। এই ছবিটি বলিউডের সব থেকে আয় করা ছবি। সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। বিশ্বজুড়ে বক্স অফিসে ফাটাফাটি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি। অন্যদিকে টাইগার ৩ ছবিটির পরিচালনা করেছেন মণীশ শর্মা। ৩০০ কোটির এই ছবিতে প্রধান ভূমিকায় সলমন এবং ক্যাটরিনাকে দেখা যাবে। সদ্যই শুট শেষ হয়েছে এই ছবির।

নেহা কক্করের বিচ্ছেদের গুঞ্জন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এবার কোনো অভিনেতা-অভিনেত্রী নয়। বরং ইন্ডাস্ট্রির জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ও তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছে। এমনকি তাদের বিচ্ছেদের গুঞ্জনও উঠেছে।

সম্প্রতি বলিপাড়ায় শোনা যাচ্ছিল নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আর সুরেলা কণ্ঠের গায়িকার জন্মদিনের সেলিব্রেশনে যেন সেই আভাস পাওয়া গেল।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, গত ৬ জুন ৩৫-এ পা দিলেন নেহা। জীবনের বিশেষ দিনটি পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিপরীতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, নেহাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি তার স্বামী। আর এ থেকেই গুঞ্জন উঠে—ভেঙে গেল রোহনপ্রীত ও নেহার সম্পর্ক!

এ গায়িকা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত অভিনেতা হিমাংশু কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। সোশ্যালে তারা একে অপরের সঙ্গে তোলা অনেক ছবি পোস্ট করতেন। সম্পর্ক থেকে বের হয়ে এসে ২০১৯ সালে মানসিক অবসাদের কথা জানান গায়িকা।

এরপর করোনাকালে জীবনের নতুন সঙ্গীকে খুঁজে পান নেহা। ‘নেহু দা বিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও করার সময় রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কে জড়ান। অল্প কয়েকদিনের প্রেমের পরই বিয়ে করেন তারা। আর এবার সেই সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন।

;

এবার রাম-সীতা চরিত্রে ধরা দিচ্ছেন রণবীর-আলিয়া!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এসএস রাজামৌলির ছবি আরআরআর-এ সীতা নামক একটি চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। এবার হয়তো তাঁকে সত্যি রামায়ণের সীতার ভূমিকায় দেখা যাবে। নীতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস রামায়ণের সীতার ভূমিকায় থাকবেন আলিয়া? তাঁর বিপরীতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে? এমনটাই সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই টুইটারে ট্রেন্ডিং লিস্টে উঠে আসেন আলিয়া।

আর এক সপ্তাহ পরেই মুক্তি পাবে কৃতি শ্যানন এবং প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ। সেটা নিয়ে চর্চা, বিতর্ক দুই তুঙ্গে আর তার মধ্যেই চর্চায় উঠে এল নীতেশ তিওয়ারির এই ছবির কথা। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু হবে। আর সত্যি যদি তাতে বলি পাড়ার পাওয়ার কাপল ‘রণালিয়া’ জুটি বাঁধেন তাহলে তো কথাই নেই!

এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নীতেশ তিওয়ারির এই ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা হিসেবে থাকবেন আলিয়া ভাট। আর যশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ২০২৩ -এর দীপাবলির সময় এই ছবির হালহকিতের বিষয় ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই চর্চা তুঙ্গে ওঠার অবশ্য একটা কারণ আছে। কিছুদিন আগেই নীতেশ এবং এবং আলিয়াকে একত্রে দেখা গিয়েছে। দুজনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই উসকে গিয়েছে এই জল্পনা। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই ছবি নিয়ে। ছবির নির্মাতারা যেন এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

প্রসঙ্গত রণবীর বিগত কিছুদিন ধরে ডিএনইজি অফিসে যাচ্ছেন। এই ছবির কাজ কতটা এগোল সেটা নিয়েই চর্চা চলছে এখন সেখানে। প্রিভিজ্যুয়ালাইজেশন করা হয়েছে এই ছবির। রামের চরিত্রের জন্য লুক টেস্টও করা হয় অভিনেতার। একবার সঠিক লুক পাওয়া গেলে শোনা যাচ্ছে অভিনেতা তাঁর চেহারায় বদল আনা শুরু করবেন।

প্রসঙ্গত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর এবং আলিয়ার জুটি ভীষণই নজর কেড়েছিল সবার। এই ছবির শুটিং করতে গিয়েই তাঁরা কাছাকাছি আসেন। এবার যদি নতুন করে এই বিগ বাজেট ছবিতে তাঁরা জুটি বাঁধেন তাহলে সেটা যে সোনায় সোহাগা হবে সেটা বলাই বাহুল্য! আপাতত দর্শকরা আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য মুখিয়ে আছেন।

;

পরীমনিকে সাপোর্ট করি: অপু বিশ্বাস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসার এখন ভাঙনের মুখে। দুজনেই চান বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। পরীমনির এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এক প্রশ্নের জবাবে পরীকে ভুল না বোঝার আহ্বান জানান এ অভিনেত্রী। তিনি বলেন, ‘পরীমনিকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলাশেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

অপু বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

পরীকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বললেন অপু। অভিনেত্রী বলেন, ‘পরীমনি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটিই জানান পরীমনি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমনির দ্বন্দ্ব।

;

নাচতে গিয়ে উল্টে পড়ে গেলেন সুহানা খান!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আর বেশি দিনের অপেক্ষা নয়। খুব শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড বাদশার কন্যা। জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ সিরিজ়ের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।

তবে তার আগেই ঘটল বিপত্তি। নাচতে গিয়ে উল্টে পড়ে গেলেন তিনি। পায়ে চোট পেয়ে প্রায় কান্নাকাটিই জুড়লেন শাহরুখকন্যা। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেই ঘটনা।

সুপারস্টার বাবার মেয়ে হিসাবে নয়, নিজের দক্ষতায় বলিউডে প্রতিষ্ঠা পেতে চান সুহানা। তার জন্য কম পরিশ্রমও করছেন না তিনি। শরীরচর্চা থেকে শুরু করে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া— কোনো কিছুতেই তমতি রাখছেন না শাহরুখকন্যা।

এমনকি ব্যালে প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। ব্যালে অনেকটা পশ্চিমি দুনিয়ার শাস্ত্রীয় নাচের মতো। সেই নাচের প্রশিক্ষণ যে বেশ কঠিন, তা বোঝা গেছে একাধিক হলিউড ছবি দেখেই। কিন্তু নাছোড়বান্দা সুহানা, ওই নাচ শিখেই ছাড়বেন তিনি। যেমন বলা, তেমন কাজ! ব্যালে শেখা শুরু করলেন শাহরুখকন্যা। ওই নাচ করতে গিয়েই যত বিপত্তি।

নাচের স্টুডিওতেই উল্টে পড়লেন সুহানা। চোটও পেলেন পায়ে। স্টুডিওর মেঝেতে বসেই কান্নাকাটি জুড়লেন শাহরুখকন্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্টও করেন তিনি। সঙ্গে কান্নাকাটির ইমোজি। নাচ করতে গিয়ে পড়ে গিয়ে যে বেশ আঘাত পেয়েছেন তিনি, তা স্পষ্ট সেই ছবি থেকে।

;