‘সুলতানপুর’ এর প্রথম গান ‘জানরে’তে কণ্ঠ দিয়েছিলেন ভারতের স্নিগ্ধজিৎ। যিনি ঋত্বিক রোশানের অ্যালকোহলিয়া গানটি গেয়ে ক্যারিয়ারে চমক লাগিয়ে দিয়েছিলেন।
আগামী ২ জুন (শুক্রবার) মুক্তি পাচ্ছে সৈকত নাসির নির্মিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’। এরইমধ্যে এই সিনেমার একটি গান বেশ সাড়া ফেলেছে। এবার আরো একটি গান প্রকাশ পেল ‘সুলতানপুর’ এর।
বিজ্ঞাপন
‘বোকা মন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল।
গানটি প্রসঙ্গে শাহরিয়ার মার্শেল বলেন, ‘একটি প্রেমের গান ‘বোকা মন’। প্রসেনজিৎ মন্ডলের দারুণ কথায় মিষ্টি সুর করার চেষ্টা করেছি। এখন পর্যন্ত দর্শকের মন্তব্য মুগ্ধ করেছে। কৃতজ্ঞ সবার কাছে। বর্তমানে প্লেব্যাক নিয়ে অডিয়েন্সের রেসপন্স প্রশংসা করার মতো। সেই জোয়ারে আমাদের ‘বোকা মন’ সবার ভালোবাসায় আরো এগিয়ে যাক।’
পরিচালক সৈকত নাসির বলেন, ‘‘সিনেমার ‘জানরে’ গানটির জনপ্রিয়তা কিন্তু ম্যাসিভ ছিল। এবারের গানটি নিয়েও আশাবাদী। আর ২ জুন সিনেমাটি মুক্তি পাচ্ছে, এর আগে ‘বোকা মন’ আরো অনেক দর্শকের কাছে পৌঁছাবে আশা করি।’
বলিউড ভারতের সবচেয়ে বড় মিডিয়া ইন্ড্রাস্ট্রি হলেও, তাদের কুখ্যাতিও কম নেই। একাধিকবার বলিউড নেপোটিজমের কারণে বদনাম হয়েছে। বিশেষ করে অর্জুন কাপুর এবং টাইগার শ্রফ তাদের অভিব্যক্তিহীন অভিনয়ের জন্য বার বার নেটিজেনের তোপের মুখে পড়েন। তবে অর্জুন আর টাইগার একই ছবিতে আছেন, তবুও তাদের চেয়ে অন্য এক সুপার স্টারের অভিনয় নিয়ে ভক্তদের হতাশা - এমন এই প্রথমবার হলো। তাও বাজিরাও মাস্তানি, রামলীলা, পদ্মাবত, পিকু- এর মতো সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী দীপিকা পাডুকোন!
কালী পূজাকে উপলক্ষ্য করে প্রকাশ করা হবে রোহিত শেঠির সিনেমা সিংহাম এগেইন। দীপাবলির পরদিন ১ নভেম্বর সিনেমা হলে প্রকাশ করা হবে সিনেমাটি। সোমবার (০৭ অক্টোবর) প্রকাশ পেয়েছে রোহিত শেঠি কপ ইউনিভার্সের আসন্ন সিনেমা ‘সিংহাম এগেইন’ এর ট্রেইলার। ট্রেইলারে দীপিকার অভিনয় দেখে সন্তুষ্ট হন নি ভক্তরা। ইউটিউব, টুইটার সহ বিভিন্ জায়গায় ট্রেইলারের কমেন্ট বক্সে ভক্তদের তেমন প্রতিক্রিয়াই দেখা যায়। সকলে দীপিকার অভিনয় দেখে হতাশা প্রকাশ করেছে।
শুধু তাই নয়, দীপিকার প্রথম সিনেমার পরিচালক ফারা খানের একটি পুরানো সাক্ষাৎকারের অংশ টেনে এনে দীপিকার সমালোচনা করা হয়। সেখানে ফারা খান দীপিকার সংলাপে আঞ্চলিক টান থাকা নিয়ে কথা বলছিলেন। তাছাড়াও বেশি ভালো করতে গিয়ে সিনেমাতে একাধিক তারকা রাখলে হিতে বিপরীত না হয়, তা নিয়েও চিন্তিত ভক্তরা। কেউ আবার মন্তব্য করেছে, এত সুপার স্টারদের সামনে অর্জুন কাপুরকে খল চরিত্রে বেশি প্রভাবশালী মনে হচ্ছে না।
ভারতীয় সিনেমা ইন্ড্রাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় সিনেমা ইউনিভার্স ইতোমধ্যে গড়ে তোলার জন্য প্রশংসিত পরিচালক রোহিত শেঠি। এই সিনেমায় অজয় দেবগণ মূখ্য ভূমিকায় থাকলেও একাধিক নাম করা তারকা অভিনয় করেছেন। সিংহাম এগেইনে অজয় দেবগণ, কারিনা কাপুর, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ এবং খল চরিত্রে অর্জুন কাপুর অভিনয় করেছেন। ছাড়াও অতিথি শিল্পী হিসেবে থাকবেন রণবীর সিং-য়ের সিম্বা চরিত্রে এবং অক্ষয় কুমার সূর্যবংশী চরিত্রে। সিংহাম এগেইনের মাধ্যমেই প্রথম নারী পুলিশ অফিসার ‘লেডি সিংহাম’ ওরফে শক্তি শেঠি চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।
অজয় দেবগণ অভিনীত ‘সিংহাম’ ছিল এই ইউনিভার্সের প্রথম সিনেমা। এরপর অক্ষয়ের সিনেমা ‘সূর্যবংশী’, রণবীরের সিনেমা সিম্বা এবং অজয়ের আরেক সিনেমা সিংহাম রিটার্নস প্রকাশ করা হয়। এবার আসছে তার পরবর্তী সিনেমা ‘সিংহাম এগেইন’। এই গল্পে রামায়ণের বেশ প্রভাব ট্রেইলারের লক্ষ্য করা যায়।
রামায়ণে রাবণকে যুদ্ধে পরাজিত করতে দেবী দুর্গার অকালবোধন করেন শ্রীরাম। সেই থেকে বসন্তে নয়, বরং শরৎকালে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজার প্রান্তলগ্নে প্রকাশিত হলো রামায়ণ গল্পের অনুপ্রেরণায় তৈরি সিনেমা সিংহাম এগেইন। সিনেমার চরিত্রে সাথে রামায়ণের বিভিন্ন চরিত্রে সাদৃশ্য রেখে গল্প লেখা হয়েছে।
হলিউডের অন্যতম সেরা অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। সিনেমাপ্রেমীদের কাছে তাকে তার অভিনয় দক্ষতাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। কিন্তু সাত বছর আগে এই অভিনেতার এক সিদ্ধান্ত ভক্তদের হৃদয় ভেঙে দেয়!
‘ড্যানিয়েল ডে-লুইস আর অভিনয় করবেন না। এটি অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে তিনি বা তার প্রতিনিধিরা এর চেয়ে বেশি কিছু বলতে চান না’- সাত বছর আগে এমন খবর দারুণ হইচই ফেলেছিলো।
তিন বার অস্কার পাওয়া এই অভিনেতার ভক্তদের জন্য সুসংবাদ, তাদের প্রিয় তারকা মত বদলেছেন। সাত বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ড্যানিয়েল ডে-লুইস।
তবে তার সিদ্ধান্ত বদলানোর বিশেষ কারণ রয়েছে। ছেলেকে না করতে পারেননি তিনি। নিজের ছেলের পরিচালনায় অভিনয় করছেন তিনি। তার ছেলে রোনান ডে লুইস তার অভিষেক সিনেমাটি নির্মাণ করছেন। সিনেমার নাম ‘অ্যানেমোন’। এর গল্প লিখেছেন বাবা ছেলে মিলে।
সিনেমার গল্পটিও বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। এতে ড্যানিয়েল ডে লুইস আছেন প্রধান চরিত্রেই। সিনেমা প্রযোজনা করছে ফোকাস ফিচার।
এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান পিটার কুজাওস্কি বলেন, ‘আমরা একজন অসাধারণ ভিজ্যুয়াল আর্টিস্ট ও অভিনেতার সঙ্গে কাজ করছি। রোনানের মধ্যে আমরা সে ভিজ্যুয়াল আর্টিস্টকে পেয়েছি।’
দীর্ঘ অভিনয়জীবনে অনেক পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল। প্রথম অস্কার জিতেছেন ‘মাই লেফট ফুট’ ছবির জন্য। ‘দেয়ার উইল বি ব্লাড’ ও ‘লিঙ্কন’ও তাকে ফেরায়নি। এনে দিয়েছে আরও দুটি অস্কার।
গঠিত হলো ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি'। অনুদান কমিটির প্রধান হিসেবে আছেন তথ্য উপদেষ্টা, আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমও।
সরকারি অনুদান দেওয়ার জন্য স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারির সঙ্গে চলচ্চিত্র বাছাইয়ের কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি' পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে সভাপতি করে মোট ১০ জন সদস্যকে নিয়ে গঠিত করা হয়।
আজ (০৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিটির সদস্যসচিব হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক ড. আবুল বাশার মো. জিয়াউল হক (তিতাস জিয়া), চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক খান শারফুদ্দীন মোহাম্মদ আকরাম (আকরাম খান), চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল, নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারী মম।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য’ চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা-২০২০ (সংশোধিত)’ অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে প্রাপ্ত প্যাকেজ প্রস্তাবসমূহ পরীক্ষা করে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি' পুনর্গঠন করল।
‘স্ত্রী ২’ ছবির মাধ্যমে অমর কৌশিক এখন বলিউডের সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা। তিনি বুঝিয়ে দিয়েছেন, ভৌতিক না অতিপ্রাকৃতিক ছবি বানাতে একেবারেই সিদ্ধহস্ত। তার ‘স্ত্রী ২’ বক্স অফিসের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দারুণ ব্যবসা করেছে। ফলে সব নায়ক নায়িকারা এখন অমর কৌশিকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। সেখানে এই নির্মাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সালমান খান আর শাহরুখ খানের সঙ্গে কাজ করতে আগ্রহী।
আজ ভারতীয় একাধিক গণমাধ্যমে খবর বেরিয়েছে, অমরের সেই আগ্রহ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই। এরইমধ্যে নাকি শাহরুখ খানের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাও এগিয়েছে। তাও একটি অ্যাডভেঞ্চারাস ছবিতে।
গেল বছর শাহরুখ খান বক্স অফিসে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র সম্মিলিত ভাবে গোটা বিশ্বজুড়ে প্রায় ২৫০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। এবার সকলেই মুখিয়ে আছেন কিং খানের পরবর্তী ছবির দিকে।
জানা গেছে, তাকে সুজয় ঘোষের থ্রিলার ছবি ‘কিং’-এ দেখা যাবে তাকে। কিন্তু সেই ছবির আপডেট পাওয়ার আগেই জানা গেল আরও একটি নতুন ছবি নিয়ে শাহরুখের সঙ্গে আলোচনা করছেন ‘স্ত্রী ২’ ছবির পরিচালক অমর কৌশিক।
ধারণা করা হচ্ছে, ‘কিং’ ছবির কাজ শুরুর আগেই আরও একটি ছবি বাদশার হাতে আসতে চলেছে। জানা গেছে, অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তিনি আলোচনা করছেন বর্তমানে।
এই বিষয়ে পিঙ্কভিলাকে সূত্রের তরফে জানানো হয়েছে, ‘শাহরুখ খান বর্তমানে ‘স্ত্রী ২’ এর টিম অমর কৌশিক এবং দীনেশ বিজনের সঙ্গে আলোচনা করছে। তাদের কাছে একটি বিগ বাজেট অ্যাডভেঞ্চার ছবি আছে শাহরুখের জন্য। তবে এটা স্ত্রী ইউনিভার্সের অংশ হবে না। আপাতত তারা ২-৩ বার মিটিং করেছে। তবে শাহরুখ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আগামী মাসগুলোতে তারা আরও মিটিং করবেন, তারপরই শাহরুখই সিদ্ধান্ত নেবেন যে তিনি ছবি করবেন কিনা।’
এছাড়াও তিনি জানিয়েছেন শাহরুখের সঙ্গে রাজ এবং ডিকে তাদের কমেডি অ্যাকশন ছবির জন্য সমানে যোগাযোগ রেখে চলেছেন। তবে সেই গল্পের চিত্রনাট্য নিয়ে এখনো কাজ চলছে। এছাড়াও বেশ কিছু দক্ষিণী পরিচালকের সঙ্গেও কথাবার্তা বলছেন কিং খান। সেগুলো মূলত অ্যাকশন ছবি। তবে এখনও কিছুই ফাইনাল হয়নি।
শাহরুখ খানকে আগামীতে মেয়ে সুহানার সঙ্গে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে সেটা নিশ্চিত। সেখানে তিনি ডনের চরিত্রে ধরা দেবেন। এছাড়াও তাকে যশরাজ স্পাইভার্সের ‘পাঠান ২’ ছবিতেও দেখা যাবে।