সংস্কৃতির জন্য অন্তত একটি বড় প্রকল্প হাতে নিতে হবে : রামেন্দু মজুমদার

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এবারের মোট বাজেট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। তারমধ্যে সংস্কৃতি খাতে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ৭৭৯ কোটি টাকা। যা মোট বাজেটের শতাংশের হিসাবে শূন্য দশমিক ১০। এবারের বাজেট নিয়ে বার্তা২৪.কমের সঙ্গে কথা বলেছেন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। 

তিনি বলেন, ‘একটি আদর্শ বাজেটের নিয়ম হলো, গতবারের থেকে এবারের বাজেটে সর্বক্ষেত্রে ১০ শতাংশ অর্থ বাড়াতে হয়। সেদিক থেকে গত বছরের চেয়ে এবার সংস্কৃতি খাতে বরাদ্দ বেড়েছে। তবে সেটি অবশ্যই প্রয়োজনের তুলনায় অনেক কম। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, যা টাকা বরাদ্দ এসেছে তাতে একটি বড় উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে হবে সরকারকে। সে বিষয়ে সরকারের সদিচ্ছা না থাকলে সংস্কৃতি মন্ত্রনায়ের চাইতে হবে। এক্ষেত্রে মন্ত্রনালয়ের দুর্বলতা রয়েছে। আর আমরা যারা সাংস্কৃতিক অঙ্গণে কাজ করি তাদেরও দুর্বলতা রয়েছে। সেটি হলো, ডিসেম্বর থেকে বাজেট তৈরী শুরু হওয়ার পর পরই আমাদের প্রতিনিধিদের উচিত আমাদের কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করতে হবে সে বিষয়ে তাদের জানানো। তাহলে একটি ফলপ্রসূ বাজেট হতে পারে। কিন্তু আমরা সেটি করি না। প্রতি বছর বাজেট প্রণয়নের কদিন আগে আমরা বলতে থাকি মোট বাজেটের এক শতাংশ চাই, কিন্তু আদতে তা আর হয় না ‘

বিজ্ঞাপন
রামেন্দু মজুমদার

রামেন্দু মজুমদার আরও বলেন, ‘এখন যে বাজেট আমরা পেয়েছি সেটি যাতে ঠিকঠাকভাবে উন্নয়নমূলক কাজে লাগে সেই ব্যবস্থা করা উচিত। এজন্য সবাইকে নিয়ে পরিকল্পনা করা সবচেয়ে আগে দরকার। আমাদের নতুন মন্ত্রী সংস্কৃতির উন্নয়নের ব্যাপারে খুবই আগ্রহী বলে মনে হয়েছে। আমি আশা করবো তিনি যত্নের সঙ্গে কাজ করবেন।’