কমলাকে সমর্থন টেলর সুইফটের, ট্রাম্প বললেন ‘জানা নেই’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ৫ নভেম্বর। নির্বাচনে নির্ধারণ হবে কে হচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট। নির্বাচনের আগে মূল দুই প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্ক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন।

বিতর্ক অনুষ্ঠানের মাঝেই ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেলর সুইফট। কমলাকে ভোট দেবেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন।

বিতর্কে অনুষ্ঠানে কমলাকে টেলর সুইফটেরে সমর্থনের বিষয় ট্রাম্পের নজরে আনলে তিনি মন্তব্য করেছেন ‘এ বিষয়ে আমার জানা নেই’।

এর পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলর কমলাকে সমর্থনের কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন বলে বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে।

কমলা নিয়ে গবেষণা করেছেন জানিয়ে টেলর সুইফট লিখেছেন, ‘আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজকে আমার ভোট দেব। আমি কমলা হ্যারিসকে ভোট দেব, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’

সুইফট হ্যারিসকে ‘অটল-হাতে, প্রতিভাধর’ নেতা বলে অভিহিত করেছেন। লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারি, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে চলি।’

২০২০ সালের নির্বাচনে টেলর সমর্থন জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি।

আগামী ৫ নভেম্বর হতে যাওয়া এবারের নির্বাচন নিয়ে গত মাসে টেলরকে জড়িয়ে এক বির্তকের সৃষ্টি করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে টেলর সুইফটের ছবি পোস্ট করেন। এতে তাঁকে নির্বাচনে ট্রাম্পকে ভোট দিতে আহ্বান জানাতে দেখা যায়।

সুইফটের অনেক ভক্ত এবং কয়েকটি নজরদারি গ্রুপ তখন জানায়, ট্রাম্প যেসব ছবি পোস্ট করেছেন সেগুলোর বেশির ভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। সুইফও একই মন্তব্য করেন।