দেবের প্রযোজনা নিয়ে মুখ খুললেন স্বস্তিকা
প্রকাশ্যে এসেছে দেবের বহু প্রতীক্ষিত ছবি 'টেক্কা'র প্রথম ঝলক। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি যে দেবের ক্যারিয়ারে মাইলফলক হতে চলেছে তা নিয়ে আশাবাদী অভিনেতার অনুরাগীরা। সমাজিক যোগোযোগমাধ্যমে বিভিন্ন চলতি চর্চিত বিষয়ের মধ্যেও আলোচনায় উঠে এসেছে 'টেক্কা'। ছবিতে দেব ছাড়াও মুখ্যভূমিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায়।
'টেক্কা'র অন্যতম মুখ্য অভিনেতা ছাড়াও প্রযোজকের দায়িত্ব সামলেছেন তিনি। তার প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস'-এর ব্যানারে তৈরি হয়েছে 'টেক্কা'। এই প্রযোজনা সংস্থায় একজন নারী হিসেবে নিজের অভিজ্ঞতা জানালেন স্বস্তিকা।
'টেক্কা' ছবিতে এক স্কুলপড়ুয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবির সুবাদে প্রথমবার দেবের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। তবে অভিনেতা দেবকে এগিয়ে রাখার পাশাপাশি প্রযোজক দেবের এক অন্য রূপ তুলে ধরলেন স্বস্তিকা।
এইমুহুর্তে মেয়েদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য এবং দেশ। সেই সময়ে দাঁড়িয়ে স্বস্তিকা জানালেন, দেবের প্রযোজনা সংস্থায় মহিলাদের সম্মান দেওয়ার পাশাপাশি যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়, যে কোনও ক্ষেত্রে। উদাহরণ হিসাবে প্রসঙ্গ তোলেন শৌচালয়ের। মহিলাদের ক্ষেত্রে শৌচালয়ের সমস্যা নতুন কিছু নয়। সেক্ষেত্রে এই প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রথম থেকেই এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে ভাবা হয়েছে। স্বস্তিকার কথা থেকেই জানা গেল, যেখানেই শুটিং হোক না কেন, মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা করা, তাদের খাওয়া-দাওয়া, এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও যথেষ্ট ওয়াকিবহাল ছিল দেবের প্রযোজনা সংস্থা।
অথবা অভিনেত্রীর সঙ্গে একই ব্যবহার করা হয় এই সংস্থার শুটিং ইউনিটে। সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জায়গাটা সকলের জন্য যে সমান, সেই দিকটাও তুলে ধরলেন স্বস্তিকা। তাই এই সময় দাঁড়িয়ে টলিউডে দেবের মতো প্রযোজকদের যে আরও বেশি করে প্রয়োজন তা একাধিকবার জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
সবশেষে জোর গলায় 'টেক্কা' অভিনেত্রী যোগ করেন, দেবের প্রযোজনা সংস্থা সহ সৃজিত মুখোপাধ্যায় এর সঙ্গেও আবার কাজ করতে চাই। কারণ নারীদের ক্ষেত্রে যে জিনিসগুলো অত্যন্ত প্রয়োজন তা পেয়েছি এই প্রযোজনা সংস্থার তরফে"। তাই দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে যে ফের কাজ করতে রাজি তিনি, সেকথাও জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।