বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক জ্যোতিকা জ্যোতি একাডেমিতে সহকর্মীদের তোপের মুখের বের যান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে অফিসে যাওয়ার পর এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও চিত্রে এই ঘটনা দেখা যায়।
বিজ্ঞাপন
এরপর ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন, আমি আজ অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। বাইরে আমাদের সহকর্মীদের কিছু মানুষকে উত্তেজিত দেখেছি। আমাদের আরেকজন পরিচালক আছেন, তিনি আমাকে বিষয়টি বলেন।
তিনি আরও বলেন, আমাদের মহাপরিচালক এসে আমাকে বলেন, এই অবস্থায় কেন আসছেন আপনারা? এগুলো আমাকে সামলাতে দেন। তারপর যে সিদ্ধান্ত হয় হবে। আপনারা চলে যান। এরপর আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল।
বিজ্ঞাপন
তিনি ফেসবুকে কেঁদে কেঁদে আরও বলেন, এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব?
বেবী নাজনীন ও জয়া আহসান- দুটি নামের সঙ্গে নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। সুদীর্ঘ সময় থেকে বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছেন অসামান্য প্রতিভা দিয়ে।
এবার সঙ্গীত এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের বিশেষ সন্মামনা পেতে যাচ্ছেন ব্লাক ডায়মন্ড’খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন ও দুই বাংলার প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান।
তার এই সম্মাননা প্রদাণ করবে দেশের কালচারাল সাংবাদিকদের স্বনামধণ্য সংগঠন সিজেএফবি। বেবী আর জয়ার পাশাপাশি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে যমুনার টিভির সিইও সাংবাদিক ফাহিম আহমেদকে।
আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সন্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিজেএফিব’র সভাপতি এনাম সরকার। একই অনুষ্ঠানে আজীবন সন্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে।
এছাড়া ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বর্ষসেরা পারফর্মন্সের জন্য পুরস্কৃত হবেন তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। গতকাল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এই অভিনেতার। বড়দিন উপলক্ষ্যে কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘চালচিত্র’। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল কলকাতায় গিয়ে প্রিমিয়ার শোতে অংশ নেবেন তিনি। কিন্তু ভিসা পেয়েও ভারতে যাননি এই অভিনেতা!
অপূর্বর ভারতে না যেতে পারার বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ভারতে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল। সেই সময়ও নিজের সিনেমার মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এবার অপূর্বর ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি।
সেই খবরে আরও বলা হয়, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক ঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।
অপূর্ব ছাড়াও বাংলাদেশে অভিনেত্রী পরীমণির একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা হচ্ছে ওপার বাংলায়। সিনেমার শুটিং শেষ, মুক্তির সময় পরীমণিও কি আসতে পারবেন ভারতে! সেই নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে।
এদিকে, এক সপ্তাহ আগে ভারতের সংবাদমাধ্যমে খবর রটে গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন। জানান, ‘খবরটি ভিত্তিহীন। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’
ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে এবার অপূর্বকে নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি। তবে তার খবরটিও ভিত্তিহীন জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন, ‘এই খবরের সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এই মুহূর্তে শুটিং সেট থেকে কথা বলছি। এই প্রসঙ্গে তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।’
একদিকে বক্সঅফিসে ‘পুষ্পা ২’ এর অভূতপূর্ব সাফল্য, অন্যদিকে একের পর এক অঘটন ঘটছে এই ছবিটিকে ঘিরে। তাই নিজের ছবির এতোবড় সাফল্য ভালোভাবে উপভোগই করতে পারছেন না দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন।
শুধু তাই নয়, ছবিটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক নারীর মৃত্যুর জন্য এই অভিনেতাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। এবার ‘পুষ্পা ২’ নিয়ে আরেক অঘটন সামনে এলো!
ভারতের বেনারসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক প্রেমিকা তার প্রেমিকের কাছে আবদার রেখেছিলেন ‘পুষ্পা ২’ দেখার। কিন্তু তাতে রাজি হয়নি সেই প্রেমিক। আর তার জেরে মেয়েটি আত্মহত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেয়েটি তার প্রেমিকের সাথে সিনেমা দেখা নিয়ে তর্কের পরে একটি হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেয়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ প্রেমিককে আটক করেছে।
আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা ২’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ছবিটি মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করেছে।
অনেকদিন ধরেই নতুন সিনেমার খবর দিচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝে লম্বা সময় বিদেশে কাটিয়েছেন। নিয়মিত সেখানকার ছবি পোস্ট করেছেন তার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
তবে এখন এই অভিনেত্রী দেশেই আছেন। কিন্তু আজ যে ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন তা যেন বিদেশি আমেজ দিচ্ছে। ফারিয়ার ওয়েস্টার্ন ধাচের খোলামেলা পোশাকের ছবিগুলো যেন শীতের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়! ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এলোমেলো চুল, চকচকে চাহুনি- সবমিলিয়ে আমি জানি, আমি দুর্দান্ত।’
বর্তমানে দুই বাংলার জনপ্রিয় নায়িকা হলেও উপস্থাপিকা হিসেবে ফারিয়ার ক্যারিয়ার শুরু। গায়িকা পরিচয়েও আলোচনায় আসেন তিনি। অভিনয় থেকে বেশ কিছুটা সময় দূরে থাকলে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার প্রত্যয় ব্যস্ত করেছেন ফারিয়া।
নতুন বছর নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ফারিয়া বলেন, ‘বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শক চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এমন গল্পে আগে কখনো আমাকে দেখা যায়নি।’
এছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে ফারিয়ার তিনটি নতুন গান আসবে নতুন বছর। কাজের পাশাপাশি আবার পড়ালেখায় মন দিতে চান তিনি। এল.এল.এম পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু নতুন বছর থেকে শুরু করবেন।
ফারিয়া বলেন, ‘চলতি বছর ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। তবে নতুন বছরে ইতিবাচক একটি বাংলাদেশ দেখতে চাই। নতুন বছরে সবার মঙ্গল কামনা করছি। বিগত বছরের সব অশুভকে পেছনে ফেলে জীবনকে সবাই নতুনভাবে রাঙাবেন, এটাই প্রত্যাশা। সেই সঙ্গে নিজের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি। নতুন বছরে নতুন চমক জানাতে পারব আশা করছি।’