বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবসময় বিতর্কে জড়িয়ে থাকেন। অনেক বিতর্ক হয়েছে। তবে এবার প্রেমে ফিরতে চান বলিউড তারকা মাধবন ও কঙ্গনা রানাওয়াত। তাদের নতুন ছবির খবরে পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। খুব শিগগিরই দর্শকদের কাছে রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এ জুটি।
কঙ্গনা ও মাধবনকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক আনন্দ এল রাই।
বিজ্ঞাপন
আনন্দ এল রাই ঘোষণা দিয়েছেন, প্রেমের সিনেমা ‘তনু ওয়েডস মনু থ্রি’ আসতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ‘ইমার্জেন্সি’ সিনেমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আবারও রোমান্টিক হিরোইন হিসেবে দেখা মিলবে কঙ্গনার।
জানা যায়, আগের দুই পর্বের অভিনয়শিল্পীদের সঙ্গে থাকবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে নতুন সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গল্প লিখতে আনন্দকে সহায়তা করেছেন লেখক হিমাংশু শর্মা।
বিজ্ঞাপন
নতুন বছরের প্রথমদিকে শুরু হবে ‘তনু ওয়েডস মনু ৩’-র শুটিং। সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক অফিশিয়াল ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কঙ্গনা কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। গতকাল কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এই অভিনেতার। বড়দিন উপলক্ষ্যে কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘চালচিত্র’। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল কলকাতায় গিয়ে প্রিমিয়ার শোতে অংশ নেবেন তিনি। কিন্তু ভিসা পেয়েও ভারতে যাননি এই অভিনেতা!
অপূর্বর ভারতে না যেতে পারার বিষয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। যদিও বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ভারতে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল। সেই সময়ও নিজের সিনেমার মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এবার অপূর্বর ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি।
সেই খবরে আরও বলা হয়, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক ঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।
অপূর্ব ছাড়াও বাংলাদেশে অভিনেত্রী পরীমণির একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা হচ্ছে ওপার বাংলায়। সিনেমার শুটিং শেষ, মুক্তির সময় পরীমণিও কি আসতে পারবেন ভারতে! সেই নিয়ে আশঙ্কা রয়েই যাচ্ছে।
এদিকে, এক সপ্তাহ আগে ভারতের সংবাদমাধ্যমে খবর রটে গৃহবন্দি করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন। জানান, ‘খবরটি ভিত্তিহীন। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।’
ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদমাধ্যমে এবার অপূর্বকে নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি। তবে তার খবরটিও ভিত্তিহীন জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন, ‘এই খবরের সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এই মুহূর্তে শুটিং সেট থেকে কথা বলছি। এই প্রসঙ্গে তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।’
একদিকে বক্সঅফিসে ‘পুষ্পা ২’ এর অভূতপূর্ব সাফল্য, অন্যদিকে একের পর এক অঘটন ঘটছে এই ছবিটিকে ঘিরে। তাই নিজের ছবির এতোবড় সাফল্য ভালোভাবে উপভোগই করতে পারছেন না দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন।
শুধু তাই নয়, ছবিটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক নারীর মৃত্যুর জন্য এই অভিনেতাকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। এবার ‘পুষ্পা ২’ নিয়ে আরেক অঘটন সামনে এলো!
ভারতের বেনারসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। এক প্রেমিকা তার প্রেমিকের কাছে আবদার রেখেছিলেন ‘পুষ্পা ২’ দেখার। কিন্তু তাতে রাজি হয়নি সেই প্রেমিক। আর তার জেরে মেয়েটি আত্মহত্যা চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, মেয়েটি তার প্রেমিকের সাথে সিনেমা দেখা নিয়ে তর্কের পরে একটি হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেয়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ প্রেমিককে আটক করেছে।
আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা জুটির ‘পুষ্পা ২’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ছবিটি মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করেছে।
অনেকদিন ধরেই নতুন সিনেমার খবর দিচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মাঝে লম্বা সময় বিদেশে কাটিয়েছেন। নিয়মিত সেখানকার ছবি পোস্ট করেছেন তার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
তবে এখন এই অভিনেত্রী দেশেই আছেন। কিন্তু আজ যে ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন তা যেন বিদেশি আমেজ দিচ্ছে। ফারিয়ার ওয়েস্টার্ন ধাচের খোলামেলা পোশাকের ছবিগুলো যেন শীতের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়! ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘এলোমেলো চুল, চকচকে চাহুনি- সবমিলিয়ে আমি জানি, আমি দুর্দান্ত।’
বর্তমানে দুই বাংলার জনপ্রিয় নায়িকা হলেও উপস্থাপিকা হিসেবে ফারিয়ার ক্যারিয়ার শুরু। গায়িকা পরিচয়েও আলোচনায় আসেন তিনি। অভিনয় থেকে বেশ কিছুটা সময় দূরে থাকলে নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার প্রত্যয় ব্যস্ত করেছেন ফারিয়া।
নতুন বছর নতুন সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ফারিয়া বলেন, ‘বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শক চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এমন গল্পে আগে কখনো আমাকে দেখা যায়নি।’
এছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে ফারিয়ার তিনটি নতুন গান আসবে নতুন বছর। কাজের পাশাপাশি আবার পড়ালেখায় মন দিতে চান তিনি। এল.এল.এম পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু নতুন বছর থেকে শুরু করবেন।
ফারিয়া বলেন, ‘চলতি বছর ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। তবে নতুন বছরে ইতিবাচক একটি বাংলাদেশ দেখতে চাই। নতুন বছরে সবার মঙ্গল কামনা করছি। বিগত বছরের সব অশুভকে পেছনে ফেলে জীবনকে সবাই নতুনভাবে রাঙাবেন, এটাই প্রত্যাশা। সেই সঙ্গে নিজের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি। নতুন বছরে নতুন চমক জানাতে পারব আশা করছি।’
মাদকসংশ্লিষ্টতা নিয়ে তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। মাদকাসক্ত মডেল, অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্ট অনেকেই এখন এসব নিয়ে উদ্বিগ্ন।
জানা গেছে, শোবিজের অনেকেই শুধু মাদক সেবন নয়, মাদক কারবারেও জড়িত। ফলে মাদকসংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে- এমন আতঙ্কে ভুগছেন তাদের অনেকেই। অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় নেতৃত্ব দেওয়া কর্মকর্তাকে হঠাৎ করেই সরিয়ে দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন সন্দেহভাজন ব্যক্তিরা নানাভাবে তাদের প্রভাব খাটাচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা।
সূত্র জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সুনিধি নায়েকের নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য।
অনেক পরিচিত নায়ক, নায়িকা ও মডেল মাদক সেবন এবং মাদক কারবারে জড়িত বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের সহকারী পরিচালক রাহুল সেন গণমাধ্যমকে বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসহ একাধিক সূত্র বলছে, গত ৪ ডিসেম্বর এডি রাহুল সেনের নেতৃত্বে রমনা সার্কেলের একটি দল গুলশান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে ট্রেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত কুশ, ক্যানাবিনলযুক্ত ক্যান্ডি, তরল ক্যানাবিনয়েড, ম্যাজিক মাশরুম, মাদক বিক্রয়ের অর্থসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজী মারুফুল ইসলাম রাজ (২৬) এবং ইসমাইল বেপারী (৩০) গুলশান এবং সাকিব নঈম (২৭) ধানমন্ডি এলাকার উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদায় করা সম্ভব হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া কাজী মারুফুল ইসলাম রাজ যুক্তরাজ্যে পড়াশোনা করেন। তিনি গুলশানের উচ্চবিত্ত পরিবারের সন্তান। তার কাছে শোবিজ অঙ্গনের অনেকের মাদক সম্পৃক্ততার খবর মেলে। তবে এর আগে ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন অরিন্দম রায় ওরফে দীপ (২৬)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি, কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। এ সময় দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে। এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়। চ্যাটিংয়ের কয়েকটি ছবি এ প্রতিবেদকের কাছেও রয়েছে।
সূত্র বলছে, দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগের ছায়াতদন্ত করছিল একাধিক সংস্থা। মূলত তাকে অনুসরণ করতে গিয়েই একই চক্রের সন্ধান পান তদন্তসংশ্লিষ্টরা। একপর্যায়ে দীপ গ্রেপ্তারের পর তার সেলফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা, টয়া, তিশা এবং গায়িকা সুনিধির নাম সেভ করা দেখেই চোখ কপালে ওঠে সংশ্লিষ্ট অনেকের। দীপের সেলফোনেই তাদের নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে প্রযুক্তির সহায়তায় সেই সেল নাম্বারগুলো ওই অভিনেত্রীদের, যা নিশ্চিত হন তদন্তসংশ্লিষ্টরা।
শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির মত, শোবিজ তারকারা প্রথমে স্লিমিংয়ের জন্য ইয়াবাসহ বেশ কিছু বিদেশি মাদক নিয়ে থাকেন। একপর্যায়ে তারা আসক্ত হয়ে পড়েন। গত ১০ বছরে মিডিয়া অঙ্গনে কাজ শুরু করেছেন, তাদের বেশির ভাগই মাদকে আসক্ত হয়ে পড়েছেন। তাদের নিয়মিত মাদক প্রয়োজন হয়। এদের আবার অনেকে অনেকটাই ওপেন সিক্রেট। তাদের বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালও হয়েছে। তবু তারা নির্বিকার। জানা গেছে, বনানী মাঠের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্ট, বনানী প্রেসক্রিপশন পয়েন্ট এর কাছাকাছি একটি ভবনের রুফটপের সিসা বারে নিয়মিত মধ্যরাতে মাদক সেবন করেন শোবিজের অনেক অভিনেতা ও অভিনেত্রী। গুলশান পিংক সিটির পেছনে একটি রেস্টুরেন্টেও নিয়মিত মাদক নেন অনেকে অভিনেতা-অভিনেত্রী। ডিএনসি এবং বিভিন্ন সংস্থার সদস্যরাও বিষয়টি অবগত। তবে রহস্যজনক কারণে তাদের নীরব থাকতে দেখা যায়।
সূত্র বলছে, ২০২১ সালের ২৭ আগস্ট রাত ৩টার দিকে রাজধানীর গুলশান-২ এবং গুলশান-১ এর মাঝামাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাশার, জুনায়েদ বোগদাদী ও অভিনেত্রী নাজিফা তুষি। একাধিক সংস্থার সদস্যরা জানিয়েছিলেন, তারা নেশাগ্রস্ত ছিলেন। শরিফুল রাজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তারা গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া গত ১০ বছরে শোবিজ অঙ্গনে আসা অনেকেই মাদকে আসক্ত হয়ে পড়েছেন। তাদের অনেকেই সেবনের পাশাপাশি মাদক কারবারেও জড়িয়ে পড়েছেন।
জানা গেছে, রাজধানীর গুলশান এবং বনানীকেন্দ্রিক ধনাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তিসম্পন্ন মাদকের দিকে ঝুঁকছেন। চোরাইপথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ল্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়্যাটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়। গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়। যেমন এমডিএম ‘ই’ নামে, এলএসডি ‘অ্যাসিড’ এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনা-বেচা হয়। ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়। এসব নতুন পুরাতন মাদকে শোবিজের অনেকেই আসক্ত। উচ্চাকাঙ্ক্ষী তারকারা দ্রুত ধনী হওয়ার জন্য মাদকের কারবারে ঝুঁকছেন। ব্যবসা করতে করতে একসময় নিজেই সেবক হয়ে যাচ্ছেন। এ ছাড়া প্রেমে ভাঙন বা সংসারে ভাঙনের কারণেও অনেক নায়িকা মাদকে ঝুঁকছেন।
এদিকে, মাদক সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে এখনো কেউ কোন কথা বলেননি। শুধু টয়া গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে আসা অভিযোগ সত্য নয়। আমাকে এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ডাকা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।