প্রেমে ফিরতে চান কঙ্গনা-মাধবন!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা ও মাধবন

কঙ্গনা ও মাধবন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সবসময় বিতর্কে জড়িয়ে থাকেন। অনেক বিতর্ক হয়েছে। তবে এবার প্রেমে ফিরতে চান বলিউড তারকা মাধবন ও কঙ্গনা রানাওয়াত। তাদের নতুন ছবির খবরে পূজার আনন্দ বাড়িয়ে দিয়েছে অনুরাগীদের। খুব শিগগিরই দর্শকদের কাছে রোমান্টিক সিনেমা নিয়ে ফিরছেন এ জুটি।

কঙ্গনা ও মাধবনকে নিয়ে আবারও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক ও পরিচালক আনন্দ এল রাই।

বিজ্ঞাপন

আনন্দ এল রাই ঘোষণা দিয়েছেন, প্রেমের সিনেমা ‘তনু ওয়েডস মনু থ্রি’ আসতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ‘ইমার্জেন্সি’ সিনেমার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আবারও রোমান্টিক হিরোইন হিসেবে দেখা মিলবে কঙ্গনার।


জানা যায়, আগের দুই পর্বের অভিনয়শিল্পীদের সঙ্গে থাকবে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পীরাও। এরই মধ্যে নতুন সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে। গল্প লিখতে আনন্দকে সহায়তা করেছেন লেখক হিমাংশু শর্মা।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথমদিকে শুরু হবে ‘তনু ওয়েডস মনু ৩’-র শুটিং। সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক অফিশিয়াল ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কঙ্গনা কোনো অফিশিয়াল মন্তব্য করেননি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া