৪৪ বছর বয়সী এক চিরতরুণের গল্প...
ক্যারিয়ারে তিনবার পেয়েছেন অস্কার মনোনয়ন। আর গত বছর তো ‘বার্বি’ সিনেমায় অভিনয় করে অন্যতম আলোচিত নায়কে পরিণত হয়েছেন রায়ান গসলিং। এটি হলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার একটি। গতকাল ছিলো এই অভিনেতার ৪৪তম জন্মদিন। কিন্তু তাকে দেখতে মনে হয় কেবল যৌবণে পা রেখেছেন! জেনে নেওয়া যাক জনপ্রিয় এই তারকার বিশেষ কিছু তথ্য-
শৈশবে স্কুলের অভিজ্ঞতা ভালো নয়। স্কুলে তার ডাকনাম ছিল ট্রাবল। স্কুলে গিয়ে অন্য শিক্ষার্থীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়। যে কারণে একসময় বাড়িতেই মায়ের কাছে পড়তে থাকেন এই তারকা।
মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রথম ‘ব্লু ভেলভেট’ সিনেমা দেখেন। এই সিনেমাই তার মনে অভিনয়ের প্রতি আগ্রহ জাগায়। এই সিনেমার প্রভাবেই আজ তিনি অভিনেতা।
১৯৯২ সালে টিভি ট্যালেন্ট শো দিয়ে মিডিয়া পাড়ায় নাম লেখান। তার দুই বছর পর ক্যারিয়ারে প্রথম টিভি সিরিজ ‘আর ইউ অ্যাফরেইড অব দ্য ডার্ক’-এ নাম লেখান।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লা লা ল্যান্ড’, ‘দ্য নোটবুক’, ‘ড্রাইভ’, ‘ব্লু ভ্যালেনটাইন’, ‘বার্বি’ ইত্যাদি। সম্প্রতি তাকে আলোচনায় আনে ‘বার্বি’।
২০০৬ সালে তিনি ‘হাফ নেলসন’ সিনেমার জন্য সপ্তাহে মাত্র ১ হাজার ডলার পারিশ্রমিক পেতেন। সেই রায়ান গসলিং ‘বার্বি’ সিনেমার জন্য ১ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নেন। সিনেমাটি গত বছর প্রায় দেড় বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ে।
এই তারকা গতকাল ৪৪ বছরে পা দিলেন। তার জন্ম ১২ নভেম্বর ১৯৮০ সাল।
রায়ান গসলিং তার চেয়ে ৬ বছরের বড় হলিউড অভিনেত্রী ইভা মেন্দেজের সঙ্গে সংসার করছেন শেষ ১২ বছর ধরে। তারা সুখে দুঃখে একে অপেরের পাশে রয়েছেন আদর্শ দম্পতির মতো। তাদের সংসারে দুটি সন্তান এসমেরাল্ডা (১০) ও আমাল্ডা (৮) রয়েছে।