মুক্তির আগেই বাড়লো ‘দরদ’-এর শো

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দরদ’ সিনেমার পোস্টারে সোনাল চৌহান ও শাকিব খান

‘দরদ’ সিনেমার পোস্টারে সোনাল চৌহান ও শাকিব খান

ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন মিথ ভাঙতে আগামীকাল (১৫ নভেম্বর) মুক্তি পাচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ‘দরদ’। মুক্তির দুদিন আগে থেকেই ছাড়া হয়েছে ছবিটির অগ্রিম টিকেট।

রাজনৈতিক পট-পরিবর্তনে এখনো সিনেমার বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে। এমন সময়ে বড় বাজেটে ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তারা জানান, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে দৈনিক ২২টি শো থাকলেও এখন আরও চারটি শো বাড়ানো হয়েছে। সীমান্ত সম্ভারে দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে! রেসপন্স ভালো হলে শো আরও বাড়বে। ‘দরদ’ হিট হওয়া দরকার, তাহলে আরও ছবি আসবে।

বিজ্ঞাপন
‘দরদ’ সিনেমার পোস্টার

সিনেপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা গেছে, ‘দরদ’ মুক্তির প্রথম দিনের টিকেটের বেশীর ভাগ বিক্রি হয়ে গেছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শো’য়ের বসুন্ধরা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে! তবে সকাল ও দুপুরের টিকিট ৬০ শতাংশের মতো বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, দেশে ৮৩ হলে মুক্তি দেয়া হচ্ছে ‘দরদ’। সেই সঙ্গে বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।

‘দরদ’ সিনেমার পোস্টারে শাকিব খান

সম্প্রতি ‘দরদ’-এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে, যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন। রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়াও রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী েএবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী)।