করোনা টেস্ট করে শুটিংয়ে ফিরছে ঢালিউড

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুটিংয়ের একটি দৃশ্য

শুটিংয়ের একটি দৃশ্য

প্রায় আড়াই মাস পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ৫ জুন থেকে শুটিং, এডিটিং ও ডাবিংয়ে ফিরছে ঢালিউড। সম্প্রতি এক বৈঠকে চলচ্চিত্রের সংগঠনগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে।

সেই বৈঠকে উপস্থিত বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বার্তা২৪.কমকে জানিয়েছেন, গেলো ১৯ মার্চ থেকে করোনার জন্য সাংগঠনিকভাবে শুটিং বন্ধ রেখেছি, সেটা আনুষ্ঠানিকভাবে ৫ জুন থেকে তুলে নেওয়া হচ্ছে। এই সময়ে শুটিংয়ে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শুটিং ইউনিটের লোক যতটুকু সংক্ষিপ্ত করে কাজ করা যায়। একই সাথে প্রধান প্রধান শিল্পী ও টেকনিশিয়ানদের করোনা টেস্ট করিয়ে তারপর শুটিং করার অনুরোধ করছি। এরকম কিছু নির্দেশনা দিয়েছি আমরা।

বিজ্ঞাপন

যদিও মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, শুটিংয়ের এই নিয়মগুলো নীতিমালা নয়, আবার উদ্বুদ্ধ করাও নয়। আমরা চাই যারাই শুটিং করুক, তারা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করুক।

এর আগে দেশের করোনা পরিস্থিতির জন্য গত ১৯ মার্চ থেকে চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল।

বিজ্ঞাপন