প্রিয়াঙ্কার কাজিনকে ধর্ষণ, এসিড নিক্ষেপ ও হত্যার হুমকি
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রিয়াঙ্কা চোপড়ার কাজির মীরা চোপড়া নিজের মত প্রকাশ করে লিখেছিলেন, দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআরের অভিনয় তার ভাল লাগে না। তার চেয়ে দক্ষিণের আরেক তারকা মহেশবাবু অনেক পরিণত অভিনেতা।
জুনিয়র এনটিআরকে নিয়ে এমন মন্তব্য করার পরই মীরাকে অশালীন ভাষায় গালাগালি শুরু করে এনটিআরের ভক্তরা। একইসঙ্গে তাকে ধর্ষণ, এসিড নিক্ষেপ ও হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।
এরপরই জুনিয়র এনটিআরকে উদ্দেশ্য করে মীরা চোপড়া টুইটারে লিখেছেন- ‘আমি বলেছিলাম মহেশ বাবুকে আপনার থেকে বেশি ভাল লাগে। তার জন্য আপনার অনুরাগীরা আমাকে অশালীন ভাষায় আক্রমণ করেছে। এই ধরনের ফ্যান ফলোয়িং থাকার পরও আপনার নিজেকে সফল মনে হয়? আশা করি আপনি আমার টুইট এড়িয়ে যাবেন না।’
যারা জুনিয়র এনটিআরের ভক্ত নন, সেসব মেয়েদের টুইটের মাধ্যমেই সাবধান করেছেন মীরা। তিনি লিখেছেন- ‘তুমি কিন্তু ধর্ষিতা হতে পারো, খুন হতে পারো, এমনকী গণধর্ষণের শিকারও হতে পারো। তোমাদের বাবা-মায়েরা তার (জুনিয়র এনটিআর) ভক্তদের হাতে খুন হয়ে যেতে পারেন। তারা (ভক্তরা) ওদের আদর্শের নাম খারাপ করছে।’
জুনিয়র এনটিআরের ভক্তদের এমন মন্তব্যের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মীরা চোপড়া।