ফ্রি স্কুল, আন্ডার দ্যা ব্রিজ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফ্রি স্কুল, আন্ডার দ্যা ব্রিজ, ছবি: সংগৃহীত

ফ্রি স্কুল, আন্ডার দ্যা ব্রিজ, ছবি: সংগৃহীত

দেশ ও সমাজের জন্য কিছু করতে অনেক টাকা-পয়সা, ধন-দৌলতের প্রয়োজন হয় না্। প্রয়োজন একটু সদিচ্ছার। অঢেল সম্পদের মালিক না হয়েও সমাজে অনুকরণীয় নজীর সৃষ্টি করেছেন ভারতের দিল্লীর এক দোকানদার রাজেশ কুমার শর্মা। তিনি দিল্লির যমুনা ব্যাংক মেট্রো রেল স্টেশনের ব্রিজের নীচে গড়ে তুলেছেন একটি ফ্রি স্কুল। নাম: ‘ফ্রি স্কুল, আন্ডার দ্যা ব্রিজ’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772142227.jpg

বিজ্ঞাপন

স্কুলের শ্রেণিকক্ষের কোনো ওয়াল নেই। আছে শুধু ব্ল্যাক বোর্ড।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772156733.jpg

বিজ্ঞাপন

২৭০ শিশু এ স্কুলে শিক্ষা গ্রহণ করে। তারা প্রতিদিনই স্কুলে আসে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772165921.jpg

পড়ার ফাঁকে কখনও কখনও তারা খেলাধুলাও করে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772177300.jpg

রাজেশ কুমার শর্মা। যিনি এ স্কুল শুরু করেছিলেন। তিনি এ স্কুলের শিক্ষকও বটে। পেশায় তিনি একজন দোকানদার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772188869.jpg

এখানে হিন্দি, ইংরেজি ও অংক শেখানো হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/17/1539772200414.jpg

স্কুলে কোনো চেয়ার-টেবিল নেই। পড়ার উপকরণ শিশুরা একে অন্যের সঙ্গে শেয়ার করে থাকে।