বিরল কুমিরের জন্ম হলো ফ্লোরিডায়

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরল কুমিরের জন্ম হলো ফ্লোরিডায়

বিরল কুমিরের জন্ম হলো ফ্লোরিডায়

পৃথিবী বড়ই অদ্ভুত এক জায়গা। আমাদের দৃষ্টিসীমার মধ্যে চেনা জানা জিনিসেই কত বৈচিত্র্য। সেখানে না দেখার মধ্যে না জানি কত কি রয়ে গেছে! তেমনই এক উদাহরণ এখন আমাদের চোখের সামনে। অসম্ভবের উর্ধ্বে গিয়ে দেখা মিললো এক সাদা কুমিরের। বিরল প্রজাতির এই প্রানীর জন্ম হয়েছে ফ্লোরিডায় অবস্থিত গ্যাটরল্যান্ড অরল্যান্ডো এলিগ্যাটর পার্কে।

পার্ক কর্তৃপক্ষ জানায় এর আগে বিশ্বে বেঁচে থাকতে সক্ষম মাত্র ৭ টি সাদা কুমির চিহ্নিত করা গেছে। তার মধ্যে ৩ টি গ্যাটরল্যান্ডের তত্ত্বাবধায়নে আছে। ৩৬ বছর আগে লিউসিয়ানায় এরকম শ্বেতবর্ণের কুমিরের পরিবার আবিষ্কার করা হয়েছিল। তারপর এই প্রথম কোনো ধবল শিশুর জন্ম হলো। এদের চোখ স্বাভাবিকের মতো উজ্জ্বল নীল না হয়ে গোলাপি রঙের হয়। নবজাবক শিশুটি স্ত্রীলিঙ্গধারী। তার সাথে আরেক স্বাভাবিক বর্ণের পুরুষ শিশুরও জন্ম হয়েছে। 

বিজ্ঞাপন

এই পার্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণিটির একটি ছবি পোস্ট করা হয়েছিল। যার ক্যাপশনে লেখা হয়, এই প্রাণিটি বিরল সীমানা অতিক্রম করেছে। যা একদম অসাধারণ এবং বিশ্বের প্রথম। আগামী বছর থেকে ভাইয়ের সাথে সাদা রঙের এই কুমির শিশুকে জন সাধারণের সামনে পরিদর্শনের জন্য রাখা হবে। দুই সহোদরকে দেখার ও নামকরণের জন্য সবাইকে আহ্বান করেছেন কর্তৃপক্ষ।   

শ্বেতবর্ণের কুমিরের অনন্য জিনগত কিছু পরিবর্তনের কারণে এমনটা হয়েছে। তবে মাঝে মাঝে তাদের শরীরে ছোট ছোঠ দাগ বা স্পট দেখা যেতে পারে।  কিন্তু শরীর বর্ণহীন হওয়ায় রোদে বেশিক্ষণ থাকা এর জন্য ক্ষতিকর হতে পারে। কারণ তার শরীর সহজেই রোদে পোড়ার সম্ভাবনা থাকে।  

বিজ্ঞাপন

তথ্যসূত্র: ইউপিআই.কম