বাস্তবে না থাকলেও এই মডেলের আয় ১২ লাখ টাকা

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান যুগে ‘ইন্সটাগ্রাম মডেল’ উক্তিটি অনেক জনপ্রিয়। কিছুকাল আগেও মানুষের উপর ইন্টারনেটের এতটা প্রভাব ছিল না। এখন জনজীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। হাতে হাতে মোবাইল আসার পরই এখন অধিকাংশ মানুষ ফ্যাশন সচেতন হয়ে গেছে। তাই এখন অনেকেই তাই পেশা হিসেবে মডেলিংকে বেছে নিচ্ছে।

স্পেনের বার্সেলোনার বিখ্যাত মডেল আতিয়ানা। ২৫ বছর বয়সী এই মডেল একজন গ্যেমার এবং ফিটনেস এন্থুসিয়াস্ট। প্রায়ই তিনি নানারকম প্রেম আবেদন মূলক বার্তা পান। তার প্রেমে পাগল সাধারণ মানুষ থেকে শুরু করে বড় তারকারাও। তবে অনেকেই হয়তো জানেন না, আতিয়ানার অস্তিত্ব বাস্তব জগতে নেই। স্পেনের ক্লুলেস নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির তৈরি করা প্রথম ভার্চুয়াল মডেল সে। এই কোম্পানির গ্রাফিক ডিজাইনারদের পরিচালনায় আতিয়অনাকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন করানো হয়।

বিজ্ঞাপন

ইউরো-নিউজের তথ্যমতে,সে এইভাবে প্রায় মাসেই ৪০ হাজার দিরহামের বেশি আয় করে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১২ লাখ। মডেল হিসেবে তার বেশ ভালো কদর রয়েছে। এছাড়াও, 'ওনলিফ্যান' এর মতো আরেক অনলাইন প্লাটফর্ম ‘ফ্যানভিউ’ থেকেও তার বেশ ভালো আয় হয়।

ইউরো নিউজের সাথে কথোপকথন হয় ক্লুলেস কোম্পানির প্রতিষ্ঠাতা ডিজাইনার রুবেন ক্রজের। তিনি জানান, আতিয়ানাকে তৈরি করতে তারা অনেক পরিশ্রম করেছেন। বেশ সূক্ষ্মতা অবলম্বন করা হয়েছিল তাকে তৈরি করার সময়। তাকে যেন সাধারণ জনগণ আপন করে নিতে পারেন সে দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

অনেকেই আতিয়ানাকে ফলো করে। তার ফলোয়ারের সংখ্যা ১ লাখ ২১ হাজার। বিভিন্ন নামি-দামি তারকারা তাকে প্রেমের প্রস্তাব দেয়। তাদের সাথে ডেটে যাওয়ার আমন্ত্রণ জানায়। আতিয়ানার সফলতার পর তারা মাইয়া নামের আরেক এআই মডেল তৈরি করেছেন। বলা হয়েছে, মাইয়া ১৯৯৯ সালে জন্মানো আর্জেন্টাইন নাগরিক। তাকে কিছুটা লাজুক স্বভাবের মেয়ে হিসেবে প্রকাশ করা হয়েছে। তবে এভাবে এআই মডেলের ব্যবহার করায় অনেকেই ক্লুলেসের বিরুদ্ধে মন্তব্য করেছে। কারণ, এদের দেখে মানুষ অবাস্তব বডি ফিটনেসকে বাস্তব হিসেবে চেতনায় ধারণ করছে। যা তাদের মনে হীনমন্যতা বাড়াতে পারে।

তথ্যসূত্র: খালিজ টাইমস