গিনিসবুকে নাম উঠলো দ্রুতগামী রোবট কুকুরের

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গিনিসবুকে নাম উঠলো দ্রুতগামী রোবট কুকুরের

গিনিসবুকে নাম উঠলো দ্রুতগামী রোবট কুকুরের

প্রয়োজন ও বিলাসিতায় কার দৌড় কত দূর? আমরা এখন এমন এক যুগে চলে এসেছি যেখানে প্রযুক্তি প্রয়োজনের সীমা ছাড়িয়ে বিলাসিতা পার করেছে অনেক আগেই। সব কিছুর বিকল্প থাকায় ধীরে ধীরে মানুষ অলস হয়ে পড়ছে। সেই অলসতার ধাপ আরেক কদম বাড়িয়ে দিয়েছে রোবটের আবিষ্কার। রোবট আবিষ্কার হওয়ার পর মানুষ তাদের দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে। তবে আর শুধু হিউম্যানয়িড নয়, এখন পশুপাখির আকারেও রোবট তৈরি হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ডেইজিয়নে অবস্থিত ‘কোরিয়া এডভান্সড ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি’। তাদের অন্তর্ভুক্ত “ডায়নামিক রোবট কন্ট্রোল এন্ড ডিজাইন ল্যাব্রোটরি”র প্রকৌশলীরা তৈরি করেছে রোবট “হাউন্ড”।এটি আসলে একটি চার পেয়ে কুকুর রোবট। এরকম কুকুর আগেও আবিষ্কার হয়েছে। তবে এটিই প্রথম সর্বোচ্চ গতিসম্পন্ন চার পায়ের রোবট।

বিজ্ঞাপন

সম্প্রতি ১৯.৮৭ সেকেন্ডে ৩২৮ ফিট দৌড়ে অতিক্রম করে গিনিস বুকে নাম লিখিয়েছে কুকুর হাউন্ড। এর ওজন ৪৫ কেজি। যা একটি প্রাপ্তবয়স্ক স্বাভাবিক আমেরিকান পুরুষ বুলডগের ওজনের সমান। এর পা ও পেছনের অংশ সমান্তরাল রেখে সামঞ্জস্য তৈরি করা হয়েছে।

হাউন্ডের ডিজাইনার ইয়ং-হা শিন বলেন, এর ওজন হাল্কা রাখা হয়েছে যেন দ্রুত দৌড়াতে অসুবিধা না হয়। এর নড়াচড়ার জন্য একটিমাত্র নিয়ন্ত্রক ব্যবহার করা হয়েছে। একে রিইনফোর্সমেন্টের মাধ্যমে সিমুলেশনৈ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিমুলেশনে একে চাইলে আরও দ্রুত গতি সম্পন্ন করা সম্ভব। তবে এর পরীক্ষা বাস্তব পৃথিবীতে এখনো করা হয়নি।

বিজ্ঞাপন