সেলফি তুলতে ‘না’, নৌকা উল্টে খালে

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ভিডিও থেকে

ছবি: ভিডিও থেকে

সেলফি তুলতে মানুষের আগ্রহের কমতি নেই! এর জন্য আবার অনেককে নানাধরণের ঝুঁকি নিতে দেখা যায়। এই সেলফি কাণ্ড নিয়ে ইতালির রিও দে লা ভেরোনার খালে ঘটে যাওয়া একটি দৃশ্য দেখলে আপনি অবাক হবেন নিশ্চিত!

গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, ইতালির রিও দে লা ভেরোনার খালে একদল চীনা পর্যটক সেলফি তুলতে অস্বীকৃতি জানিয়ে সবাই নৌকাটির একপাশে চলে যায়। আর তাতেই নৌকাটি উলটে সবাই পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের একটি প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমটি ইতালির বেশ কিছু স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, একদল পর্যটক ছোট্ট একটি নৌকা নিয়ে ভেনিসের রিও দা লে ভেরোনার খালে ঘুরছিল। ঘুরতে ঘুরতে তারা একটি সেতুর নিচে চলে আসে। তখন তাদেরই একজন সেলফি নেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। কিন্তু তারা এতে অস্বীকৃতি জানিয়ে নৌকাটির একপাশে চলে আসে। এতে সমস্ত ওজন একপাশে সরে গিয়ে নৌকাটি উলটে গেলে সবাই ঠাণ্ডা পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

ভিডিওটিতে তাদের অনেককে সাঁতরে তীরে আসতে দেখা যায়। আবার অনেককেই নৌকাটির কাছে থাকতে দেখা যায়।

এ ঘটনায় কেউ আহত হয়নি। উদ্ধারের পর তাদেরকে ‘উষ্ণ স্থানে’ রাখা হয়েছে বলেও গণমাধ্যমটি জানায়।

এ দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ টিকটকের মতো সাইটেও ভাইরাল হয়েছে।