২৩/১২/২৩: জয়তু বার্তা২৪!

  • আশরাফুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

‘বাংলার, বাঙালির সংবাদ সারথি’ স্লোগানে ৭ বছর পূর্বে ‘বার্তা২৪.কম’ নামে নবপ্রজন্মের যে ডিজিটাল সংবাদ মাধ্যমটি যাত্রা শুরু করেছিল আজ সেটি অষ্টম বর্ষে পদার্পণ করেছে। ক্রমবিকাশমান অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রায় এক নবযুগ আনার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় আমরা কতটা সফল হতে পেরেছি তা পাঠকই মূল্যায়ন করবেন, তবে বিপুল পাঠকের সমর্থন ও অনুসরণ আমাদের মনে এই প্রতীতির জন্ম দিচ্ছে যে আমরা খুব একটা অসফল হইনি।

অনলাইন গণমাধ্যমগুলোকে দ্রুততার সঙ্গে খবর প্রকাশের সঙ্গে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের চ্যালেঞ্জও নিতে হয়। মুদ্রিত সংবাদপত্রের টিকে থাকবার জন্য বিজ্ঞাপনের একটি সম্প্রসারিত বাজার যেমন রয়েছে, তেমনি রয়েছে পাঠকের কাছে বিক্রিরও সুযোগ। অপরদিকে, অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রে বিজ্ঞাপনের বাজার এখনো যথেষ্ট সম্প্রসারিত নয়। বিশেষ করে সরকারি বিজ্ঞাপন অনলাইন গণমাধ্যমে প্রকাশের বাধ্যবাধকতার যে দাবি আমরা জানিয়ে আসছিলাম তাতেও তেমন সাড়া নেই।

বিজ্ঞাপন

কিন্তু সমকালীন পাঠকের রুচি-মননের কথা যদি আমরা বলি, তবে বলতে হবে অধিকাংশ পাঠকই সবার আগে সবশেষ খবরটি জানতে অনলাইন গণমাধ্যমেরই আশ্রয় নেন। পাঠকের এই যে নির্ভরতা তা বিবেচনায় নিয়ে আমরা বার্তা২৪.কম সবার আগে সবশেষ খবরটি প্রকাশে শুরু থেকেই যেমন তৎপর ছিলাম আজও আমরা তেমনই সচেষ্ট। আমাদের সচেতন এই অভিপ্রায় শত প্রতিকূলতা সত্ত্বেও এতোটুকু কমেনি।

বরং আমরা সমকালীন বিশ্বের অগ্রসরমাণ সংবাদমাধ্যমের প্রযুক্তিগত এবং সংবাদ আয়োজনে নূতনত্বের সবশেষ সংস্করণের সঙ্গে বার্তা২৪.কম-কে সামিল রাখতে দৃঢ়সংকল্প। সপ্তম বর্ষ পেরিয়ে অষ্টমেও এই প্রত্যয়ে আমরা অবিচল। প্রিয় পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতাসহ সকল শুভানুধ্যায়ীর সমর্থন, সহযোগিতা ও শুভকামনা আমাদের নিরন্তর প্রত্যাশা। ‘বাংলার, বাঙালির সংবাদ সারথি’ হয়েই আগামীর পথে ধাবিত বার্তা২৪.কম।

বিজ্ঞাপন