সারাদিন ঘুমায় যে ঘোড়া!

  • ফিচার প্রতিবেদক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘোড়া শাবক কাস্টার্ড

ঘোড়া শাবক কাস্টার্ড

ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, এতো সকলের জানা! তবে, শুয়েও তো ঘোড়া ঘুমাতে পারে। তাও নাকি সারাদিন! এমনই এক ঘোড়ার সন্ধান মিলেছে যুক্তরাজ্যে। 

গার্নসিতে এক ঘোড়ার মালিক তার পোষ্য প্রাণীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে বাধ্য হন। অ্যালেক্স টাইয়েলস নামের এই নারীর পোষ্য ঘোড়ার নাম কাস্টার্ড। বেশ কিছুদিন ধরেই তার কাছে অনেক কল আর ম্যাসেজ আসে। তারা সবাই কাস্টার্ডের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল। অ্যালেক্স তাই তার পোষ্য ঘোড়াকে নিয়ে একটি পোস্ট লেখেন। 

বিজ্ঞাপন

উদ্বিগ্নদের আশ্বস্ত করতে তিনি একটি ফেসবুক গ্রুপে লিখেছেন, ‘হ্যালো সবাই। এটি আমার ঘোড়া, কাস্টার্ড। সে তার বন্ধুদের সাথে ভিলে বাউডুতে থাকে। অনেকে আমাকে কল করেছেন এবং বেশকিছু বার্তা পাঠিয়েছেন। তাদের মধ্যে অনেকে ভাবেন কাস্টার্ড মাঝে মাঝে অসুস্থ থাকে অথবা মারা গেছে। যা একেবারেই ভুল ধারণা। এই ঘোড়া শাবকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং সে ভীষণ অলস।’ 

অ্যালেক্স বলেন, ‘কাস্টার্ড প্রায় সারাদিন ঘুমায়। এমনকি সে নাকও ডাকতে পারে। মাঝে মাঝে সে এমন ভঙ্গি করে, যেন তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমি নিজেও দিনে অন্তত ৩ বার তাকে পরীক্ষা করি। তার জন্য অনেক খড় রাখা আছে। দিনে কমপক্ষে দু’বার তাকে খাওয়ানো হয়। মানুষদের জানাতে আমি গেটের কাছে একটি পোস্টার লাগানোর কথা ভাবছি। তবে, যদি কেউ কাস্টার্ডকে নিয়ে উদ্বিগ্ন থাকেন, তবে নির্দ্বিধায় আমাকে মেসেজ করুন।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ‘দয়া করে কাস্টার্ড কে খাবার দিতে যাবেন না। তার জন্য খাবারের ভাল ব্যবস্থা করা আছে। অতিরিক্ত খাবারে সে গুরুতর অসুস্থ হতে পারে। এতে  শ্বাসকষ্ট বা পেটে ব্যথার মতো সমস্যাও সৃষ্টি হতে পারে।’

তথ্যডসূত্র: এনডিটিভি