‘বাঘের দেশে বৈশাখ’ শিরোনামে শুরু হয়েছে নাজিরের পটচিত্র প্রদর্শনী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘বাঘের দেশে বৈশাখ’ শিরোনামে বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যবাহী পটচিত্র নিয়ে পটুয়া নাজির হোসেনের একক পটচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

২২ মার্চ থেকে ঢাকার ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো- লা গ্যালারিতে এ প্রদশর্নী শুরু হয়। চলবে ২ এপ্রিল পর্যন্ত। নাজির হোসেনের এটি ৬০তম একক পটচিত্র প্রদর্শনী।

বিজ্ঞাপন
নাজির হোসেনের একক পটচিত্র প্রদর্শনী
এর আগে ৫৯তম একক পটচিত্র প্রদর্শনী করেছেন পটুয়া নাজির হোসেন

নাজির হোসেন ১৯৮২ সালে দিনাজপুর জেলার পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। প্রায় ৩০ বছর ধরে তিনি পটচিত্র এঁকে চলেছেন। তার পটচিত্রে আবহমান বাংলার লোককাহিনী ‘গাজী কালু চম্পাবতী’, ‘ময়মনসিংহ গীতিকা’, ‘বনবিবি বেহুলা লক্ষ্মীন্দর’, ‘গাজীরপট’ এবং ‘সুন্দরবনের রাজা রয়েল বেঙ্গল টাইগার’ ইত্যাদি স্থান পেয়েছে।

নাজির হোসেনের আঁকা পটচিত্র

পটুয়া নাজিরের হাতের আঁকা বাঘ ‘বানতোরা কুন’ মাসকট জাপান-বাংলাদেশের সৌজন্য দূত হিসেবে কাজ করছে। পটুয়া নাজির হোসেন এর আগে ৫৯টি একক পটচিত্র প্রদর্শনী করেছেন। এছাড়া দেশে-বিদেশে প্রায় ৪০০টি যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন