কাজী নজরুলের ১২১ তম জন্মজয়ন্তীতে গুগল ডুডল

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: গুগল ডুডল

ছবি: গুগল ডুডল

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১ তম জন্মদিনে তাকে স্মরণ করে গুগল ডুডল প্রকাশ করেছে। রোববার (২৪ মে) দিনগত রাত ১২টার পরই গুগলের হোমপেজে চোখে পড়ে এই বিশেষ ডুডল।

গুগলের হোমপেজে গেলে দেখা যাচ্ছে, কবি কাজী নজরুল ইসলামের পরিচিত আলখেল্লা পরনে মাথায় টুপি আর কাঁধে জড়ানো চাদর। হাতে ধরা লেখার খাতা। বিষণ্ণ মনে কবির চিন্তাধারায় যত কথা, গান, গল্প, কবিতা লেখা হয়েছে সেটা যেন খাতা খুলে ছড়িয়ে পড়ছে। কবির জন্মদিনে অসাধারণ শৈল্পিক দৃশ্যায়ন তুলে ধরা হয়েছে গুগল ডুডলে।

বিজ্ঞাপন

আর সব সময়ের মতো ডুডলে ক্লিক করলে কবি কাজী নজরুল সম্পর্কিত যাবতীয় তথ্য, খবর পাওয়া যাচ্ছে। যেখান থেকে প্রিয় কবি সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে।

বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিশ্বজুড়ে পালিত জাতিসংঘ দিবস ও বিখ্যাত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বিশেষ দিনগুলোতে গুগল ডুডলে পরিবর্তন আনে সার্চ জায়ান্ট গুগল।