চিকিৎসা সেবার মান আরো উন্নত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

তৃণমূল পর্যায় থেকেই চিকিৎসা সেবার মান উন্নত করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকা থেকে রোগীদের হাসপাতালে আনা কষ্টকর হয়ে যায়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান আরো উন্নত করতে পারলে মানুষকে কষ্ট করে শহরে এসে চিকিৎসা সেবা নিতে হবে না। এর ফলে চট্টগ্রাম মেডিকেলের ওপর চাপ কমবে'।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মহিউদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বিভিন্ন জায়গায় অভিযোগ আসে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। আপনারা দেখেছেন, রোগী মারা গেলে হাসপাতালে ভাঙচুর, চিকিৎসকদের গায়ে হাত তোলা হয়, এগুলো বন্ধ করতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা দিতে না পারলে বা তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে প্রয়োজনীয় সময়ে চিকিৎসকদের পাওয়া যাবে না। আবার চিকিৎসকরাও যদি দায়িত্ব পালনে কোনো অবহেলা করেন, সেটিও কোনোভাবে মেনে নেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘আজকের সভায় বিভিন্ন সমস্যা যেমন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি রয়েছে, সেগুলো উঠে এসেছে। তাছাড়া পাহাড়ি অঞ্চলের একটি রোগীকে চট্টগ্রাম মেডিকেলে এনে চিকিৎসা দেওয়া অনেক সময়ের ও কষ্টের বিষয়। এগুলো আমি শুনেছি এবং পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় আমি এসব বিষয় নিয়ে কথা বলে সমাধানের চেষ্টা করব।’

ডাক্তারদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আমার প্রথম সফর চট্টগ্রাম থেকে শুরু করেছি। কারণ, এই চট্টগ্রাম আমাকে ডাক্তার বানিয়েছে। তাই, আজকে আমি এ জায়গায় আসতে পেরেছি। আমরা একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যখাতে সফলতা অর্জন করা সম্ভব হবে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী আমাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই; তারপরেও আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করি, যাতে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে পারি।’

বিজ্ঞাপন