ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়ে যে বার্তা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, ছবি: বার্তা২৪.কম

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, ছবি: বার্তা২৪.কম

বর্তমানে চলমান আবহাওয়া ডেঙ্গুর প্রজনন বৃদ্ধির অনুকূলে। বৃষ্টির ফলে জমা পানিতে প্রজনন বৃদ্ধি করে প্রধান কীট এডিস লার্ভা। তাই মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে বেশ কিছু বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (২৬ জুন) রাজধানীর বেড়িবাঁধ সংলগ্ন হাজারীবাগ কোম্পানীঘাট ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় 'শহীদ শামসুনেনেছা আরজু মণি মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১০ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ' উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্য অধিদফতর সর্বদা সজাগ রয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ মজুত আছে। তবে ডেঙ্গু যাতে না হয় সেজন্য সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেকের বাসা বাড়ি পরিষ্কার করতে হবে। ডেঙ্গুর প্রজননটা বন্ধ করতে হবে, এটা হলো আসল কাজ।