সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যে হবে

ছবি: সংগৃহীত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যে হবে

সরকারি হাসপাতালে সবকিছু বিনামূল্যে হবে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয় দরকার। সব সরকারি হাসপাতালের উদ্দেশ্য হচ্ছে- সেবা দেওয়া আর সবকিছু বিনামূল্যে হবে।

মন্ত্রী বলেন, আমার মনে হয়, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচিতে সমন্বয়ের দরকার আছে। আমরা যদি একই লক্ষ্য নিয়ে বিভিন্নজন বিভিন্ন দিক থেকে কাজ করি, তাহলে ফলাফল ভালো হয় না।

বিজ্ঞাপন

শনিবার (২৯ জুন) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) সেবা উদ্বোধন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে সেবা দেন। এক্ষেত্রে আপনারা যদি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের সঙ্গে সমন্বয় করে কার, কী প্রয়োজন, এটার ভিত্তিতে কাজ করেন, তাহলে সেটা আরো ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস!

বিজ্ঞাপন

শনিবার এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ৭টি থানা উপজেলায় এসএসকে সেবা উদ্বোধন করেন। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবার বিনামূল্যে ১শ ১০টি রোগের চিকিৎসাসহ সামাজিক বিমার আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনডোর বিভাগ, আউটডোর বিভাগ, এনসিডিসি কর্নারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং হাসপাতালের ডাক্তার, রোগীদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেল'স ভাইপারের (চন্দ্রবোড়া সাপ) এন্টিভেনম সংরক্ষণ বিষয়ে খোঁজ নেন।

এরপর তিনি রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী পরিচর্যা এবং নবজাতকের স্বাস্থ্যসেবা সম্পর্কে খোঁজখবর নেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।