জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুসলিম নারীদের জনসমক্ষে পুরো চেহারা ঢেকে রাখা বোরকা নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সাপ্তাহিক সভায় দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারার উত্থাপিত আইনের প্রস্তাবে অনুমোদন দেয় শ্রীলঙ্কার মন্ত্রিসভা। ‘জাতীয় নিরাপত্তার জন্য’ এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারার। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এ প্রসঙ্গে কলোম্বোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক টুইটে বলেছেন, বোরকা নিষিদ্ধের এই পদক্ষেপ ‘শ্রীলঙ্কার সাধারণ মুসলমান ও সারাবিশ্বের মুসলমানদের ক্ষতকে আরও গভীর করে তুলবে।

বিজ্ঞাপন

প্রস্তাবটি এখন দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে প্রেরণ করা হবে এবং আইন হওয়ার জন্য অবশ্যই সংসদ দ্বারা অনুমোদিত হতে হবে।

সংসদে সরকার সংখ্যাগরিষ্ঠ থাকায় প্রস্তাবটি সহজেই পাস হতে পারে।