ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলেই পাঁচ বছরের জেল!
ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে দেশটির নাগরিকদের পাঁচ বছরের কারাদণ্ড বা জরিমানার মুখোমুখি হতে হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে সাময়িকভাব অবৈধ ঘোষণা করেছে দেশটির সরকার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণের শিকার ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার অনুপাতের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এর আগে এই সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়া ভারত থেকে সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করে।
ভারতে আনুমানিক ৯ হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যার মধ্যে ৬০০ জন করোনার ঝুঁকিতে রয়েছে।
অস্ট্রেলিয়ান গণমাধ্যমে বলা হচ্ছে, এবারই প্রথম অস্ট্রেলীয় নাগরিকদের ভারত থেকে দেশে ফেরার ঘটনাটিকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
দেশটির একজন ডাক্তার এবিসি নিউজকে বলেছেন, ভারত থেকে প্রত্যাবর্তনকারীদের ঝুঁকির বিষয়টি বিবেচনায় যে পদক্ষেপ সরকার নিয়েছে, তা সামঞ্জস্যহীন।ভায়োম শারমার নামের এক চিকিৎসক বলেন, আমাদের পরিবার আক্ষরিক অর্থে ভারতে মারা যাচ্ছে। সেখান থেকে তাদের বের করে আনার কোনো উপায় নেই। এটা বেপরোয়া মনোভাব।
৩ মে থেকে এ নিয়ম কার্যকর হবে অস্ট্রেলিয়ায়। আগামী ১৪ দিনের মধ্যে যাঁরা ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরার তারিখ ঠিক করেছিলেন, তাঁদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। এ নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। ১৫ মে এ সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক বিবৃতিতে বলেছেন, সরকার এই সিদ্ধান্তগুলি হালকাভাবে নিবে না।