ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মুখে ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইউক্রেনের পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করে কিয়েভের অস্ট্রেলিয়ান দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেন থেকে অস্ট্রেলিয়ার দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণ স্বৈরাচারী, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, সরকার রাজধানী কিয়েভের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সেখানকার কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইউক্রেনের প্রতি রুশ আগ্রাসন ইন্দো-প্যাসিফিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।

রাশিয়া ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে এবং বেলারুশে প্রশিক্ষণের জন্য সেনা পাঠিয়েছে। ওয়াশিংটন এবং তার মিত্ররা দাবি করছে, যেকোনো মুহূর্তে সেখানে আক্রমণ শুরু হতে পারে। তবে মস্কো এই দাবি বরাবরই অস্বীকার করে আসছে।