মানব মস্তিষ্কে পাওয়া গেল জীবন্ত কৃমি!

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডাঃ হরি প্রিয়া বান্দি এবং কৌটায় জীবন্ত কৃমি। ছবি : সংগৃহীত

ডাঃ হরি প্রিয়া বান্দি এবং কৌটায় জীবন্ত কৃমি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার এক নারীর মস্তিষ্ক থেকে একটি ৩ ইঞ্চি দৈর্ঘ্যের কৃমি জীবিত বের করা হয়েছে। বিজ্ঞানীরা বিবিসিকে বলছেন, এই ঘটনা বিশ্বে এটিই প্রথম।

সার্জন ডাঃ হরি প্রিয়া বান্দি বলেন, ‘আমরা যা আশা করছিলাম, এটি অবশ্যই তা ছিল না। সবাই হতবাক হয়ে গেছে।’

বিজ্ঞাপন

লাল রঙের ওই পরজীবীটি মস্তিষ্কে দুই মাস পর্যন্ত জীবিত থাকতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৬৪ বছর বয়সি ওই নারী গত কয়েক মাস ধরে পেটে ব্যথা, কাশি এবং রাতের বেলা ঘামের মতো উপসর্গগুলো ভোগ করেছিলেন। যে কারণে তিনি ভুলে যাওয়া রোগ এবং বিষণ্নতায়ও ভুগছিলেন।

বিজ্ঞাপন

২০২১ সালের জানুয়ারির শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হলে একটি স্ক্যানে মস্তিষ্কের ডান ফ্রন্টাল লোবের মধ্যে একটি অ্যাটিপিকাল ক্ষত দেখতে পাওয়া যায়।

দক্ষিণ-পূর্ব নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি হ্রদের কাছে বসবাসকারী ওই নারী কৃমিটি অপসারনের পরে সুস্থ হয়ে উঠছেন।

গবেষকরা ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালে বলেছেন, কেসটি মানব মস্তিষ্কে লার্ভা আক্রমণ এবং বিকাশের প্রথম উদাহরণ বলে ধরা হচ্ছে।

কৃমিটি খুঁজে পাওয়া নিউরোসার্জন বলেছেন, তিনি মস্তিষ্কের সেই অংশটি স্পর্শ করতে শুরু করেছিলেন, যা স্ক্যানে অদ্ভুতভাবে দেখাচ্ছিল এবং তখন তিনি কৃমিটির অস্তিত্ব অনুভব করেছিলেন।

ডাঃ বান্ডি বলেন, ‘এর চেয়ে অস্বাভাবিক কিছু হতে পারে না। আমি সত্যিই কিছু অনুভব করতে সক্ষম হয়েছিলাম এবং আমি আমার চিমটা দিয়ে এটিকে টেনে বের করেছিলাম। তখন এটি নড়ছিলো!’

তারপরে তিনি তার সহকর্মী সংক্রামক রোগ বিশেষজ্ঞ সঞ্জয় সেনানায়েকের সঙ্গে পরামর্শ করেন যে, তাদের এখন কী করা উচিত।

সেনানায়েকের পরামর্শে তিনি ওই কৃমিটি অপসারন করেন।